Translate

Modem এর স্পিড বাড়ানোর বিভিন্ন উপায়...

আপনাদের মধ্যে অনেকে আছেন যারা GPRS Modem ব্যবহার করে। আর GPRS Modem ব্যবহার কারিদের মূল সমস্যা হল Speed। আমারা জারা জানি না তারা সাধারণত ১০ থেকে ২৫ Kbps Speed পাই Download এর ক্ষেতে। তবে কিছু কাজ সাজি করলে এর Speed 30-40 Kbps করা যায়। এখন নিষ্চই বলবেন কিভাবে? (যারা জানেন তারা কাছে থাকেন টেকি পোষ্ট আমার জানায় কমতি আছে) এখানে কিছু পদ্ধতি বলব যার দ্বারা এই Speed পাওয়া যেতে পারে। তবে বলে রাখি সাব কিছুর উপরের কথা হল আপনি যে টাউয়ারের আন্ডারে থাকবেন তার ইউজার বেশী হলে বা ফ্রিকোয়েন্সী কম পেলে এর গতি কম পাবেন।
প্রথম উপায়ঃ
Modem টি পোর্টে লাগিয়ে নিন।(connected থাকলে Disconnected করে নিন)
Start>Control Panel>Phone & Modem এ যান
Country বক্সে Bangladesh লিখুন
Area Code বক্সে 02 লিখুন
এবার Ok করুন
এবার Modem ট্যাবে ক্লিক করুন
সেখান থেকে আপনার মডেম নির্বাচন করুন
এরপর Properties-এ ক্লিক করুন(Windows 7 হলে এর পর Change Setting এ ক্লিক করুন)
এবার Advance ট্যাবে ক্লিক করুন
Extra initialization commands বক্সে লিখুন at&fx
ছোট হাতের অক্ষরে লিখতে হবে।
এবার Ok করে কম্পিউটার রিস্টাট করুন।
কম্পিউটার ওপেন করে ইন্টারনেট স্পীডের ফলাফল দেখুন
দ্বিতীয় উপায়ঃ
Modem টি পোর্টে লাগিয়ে নিন।(connected থাকলে Disconnected করে নিন)
Start>Control Panel>Phone & Modem এ যান
Country বক্সে Bangladesh লিখুন
Area Code বক্সে 02 লিখুন
এবার Ok করুন
এবার Modem ট্যাবে ক্লিক করুন
সেখান থেকে আপনার মডেম নির্বাচন করুন
এরপর Properties-এ ক্লিক করুন(Windows 7 হলে এর পর Change Setting এ ক্লিক করুন)এ
এরপর Modem টেব এ ক্লিক করুন
এর পর Maximum port speed যা আছে drop down Menu তে তা বাড়িয়ে দিন।
এবার Ok করে কম্পিউটার রিস্টাট করুন। এটি মোবাইল কে মডেম হিসাবে যার ব্যবহার করেন তাদের গতি বাড়বে।
তৃতীয় উপায়ঃ
ইন্টারনেটে যখন আমরা কানেক্টেড হই তখন Windows XP, Vista ব্যন্ডউইথ এর ২০% শেয়ার করে তার নিজস্বAdministrative activity এর জন্য
আমরা চাইলে এই Bandwidth আমাদের প্রয়োজনে ব্যবহার করতে পারি।যা আমাদের Net seed কে গতিশীল করবে।
এবার বলেদিচ্ছি কি ভাবে এটি হতে পারে প্রথমে Windows Start বাটন থেকে Run এ গিয়ে "gpedit.msc" command লিখে Enter দিন
দেখবেন Local Group Policy Editor ওপেন হবে।
সেখান থেকে Computer Configuration >>+>> Network >>+>> QoS Packet Scheduler(Win 7 হলে Standard টেব এ ক্লিক করে)
এর ডানে Limit outstanding packets এ Right click করুনএবার Drop-down Menu থেকে Edit Click করুন।
এবার Enabled রেডিও বাটন এ ক্লিক করে Number of Packets ২০% কে ০% করেApply দিন।
আপনার স্পিড টেষ্ট করুন এখান থেকে http://www.ip-details.com/internet-speed-test/ 
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...