Translate

এখন প্রেসিডেন্ট আগে চিলেন কৌতুক অভিনেতা!!!

murales
কিছুদিন আগে লোক হাসানোই ছিল তাঁর পেশা৷ রাজনীতিতে এলেন হঠাৎ এবং এসেই বাজিমাত৷ সবাইকে অবাক করে একেবারে দেশের প্রেসিডেন্ট হয়ে গেছেন জিমি মোরালেস!
অভূতপূর্ব এক ঘটনা ঘটে গেল গুয়াতেমালায়৷ রাজনীতির মাঠে একেবারে আনকোরা এক লোক, যিনি কিনা শুধু কৌতুকাভিনেতা হিসেবেই পরিচিত ছিলেন, হঠাৎ তিনিই হয়ে গেলেন প্রেসিডেন্ট৷ কোনোরকমে নয়, ৬৭ দশমিক ৫ ভাগ ভোট পেয়ে রাষ্ট্রের প্রধান হয়েছেন জিমি মোরালেস৷
ভাগ্যও যেন কৌতুক করেছে তাঁর সঙ্গে৷ গরীবের সন্তান জেমস আর্নেন্তো মোরালেস কাবরেরা চার বছর আগেও ছিলেন কমেডিয়ান৷ মধ্য অ্যামেরিকার দেশটির সরকারে ব্যাপক দুর্নীতিই সুযোগ এনে দেয় তাঁর সামনে৷
গত ৩ সেপ্টেম্বর দুর্নীতি কেলেঙ্কারির কারণে পদত্যাগ করেন প্রেসিডেন্ট ওট্টো পেরেস মলিনা৷ তারপরই নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়৷ জিমি মোরালেস যে প্রেসিডন্ট হতে যাচ্ছেন গুয়াতেমালার কেউ তখন তা কল্পনাও করতে পেরেছিল কিনা সন্দেহ৷
২০১১ সালে ঘটনাচক্রে রাজনীতিতে নাম লিখিয়েছিলেন জিমি মোরালেস৷ জেমস আর্নেন্তো মোরালেস কাবরেরা থেকে সেবছরই আনুষ্ঠানিকভাবে ‘জিমি মোরালেস’ নামটি গ্রহণ করেন৷ নতুন নামে মিক্সকো শহরের মেয়র নির্বাচনের প্রার্থীও হয়েছিলেন৷ ব্যবসা প্রশাসনে পড়াশোনা করা জিমি’র ভাগ্যে সেবার অবশ্য শিঁকে ছিড়েনি৷
ওট্টো পেরেস মলিনা গত ৩ সেপ্টেম্বর প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর পর তাঁকে দলের প্রার্থী করতে চায় ডানপন্থি দল ন্যাশনাল কনভারজেন্স ফ্রন্ট (এফসিএন)৷ রাজি হয়ে যান জিমি মোরালেস৷
জিমি মোরালেস নির্বাচনে মোটামুটি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন এমন আশাও শুরুতে করা যায়নি৷ সাবেক ফার্স্টলেডি সান্দ্রা তরসকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে ধরে নিয়েছিলেন অনেকে৷
নির্বাচনি প্রচার শুরু করার পর থেকেই শুরু হয় পরিস্থিতি বদলানো৷ ধীরে ধীরে ভিড় বাড়তে থাকে মোরালেসের জনসভায়৷
নির্বাচন শেষে ফলাফল- ৬৭ দশমিক ৫ ভাগ ভোট পেয়ে জিমি মোরালেস জয়ী, সান্দ্রা তোরেস দুই পর্ব মিলিয়ে পেয়েছেন মাত্র ৩২ দশমিক ৫ ভাগ ভোট৷ এ ফলাফল মেনে নিয়ে ইতিমধ্যে মোরালেসকে অভিনন্দন জানিয়েছেন সান্দ্রা৷ মোরালেসের লক্ষ্য এখন দেশ থেকে দুর্নীতি দূর করা৷
সহজ জয় পেলেও প্রেসিডেন্টের দায়িত্ব পালন একেবারেই সহজ হবেনা৷ রাজনীতি বিশ্লেষকদের সেরকমই অনুমান৷ সংসদে ১৬৮ আসনের মধ্যে জিমি মোরালেসের দলের আসন মাত্র ১১টি৷ জিমি নিজেও নিশ্চয়ই জানেন, তাঁর জন্য দেশ পরিচালনা করা টেলিভিশনে কৌতুক অভিনয় করার চেয়ে অনেক বেশি কঠিন৷

Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...