Translate

RUN দিয়ে পছন্দের প্রোগ্রাম চালান!!!

আমরা রানে গিয়ে উইন্ডোজের নির্ধারিত কিছু
প্রোগ্রামের সংক্ষিপ্ত নাম
লিখে ওকে করলে তা খোলে। আপনি চাইলে আপনার
পছন্দের প্রোগ্রামগুলোর এমন শর্টকাট
করে নিতে পারেন। এজন্য
সি ড্রাইভে Shortcuts নামে একটি ফোল্ডার
খুলুন। এবার মাই কম্পিউটার এর উপরে মাউসের
ডান বাটন ক্লিক করে Properties এ ক্লিক
করুন। এবার Advanced ট্যাব থেকে নিচের
Environment Variables বাটনে ক্লিক
করুন। এখন নিচের System Variables
অংশে Path নির্বাচন করে নিচের Edit
বাটনে ক্লিক করে Variable Value শেষে ;C:
Shortcuts লিখুন এবং Ok করুন।
এখন যে প্রোগ্রামটি রানের মাধ্যমে চালু
করতে চান সেই প্রোগামটির শর্টকাট
Shortcuts ফোল্ডারে নাম পরিবর্তন
করে সংক্ষিপ্ত করে রাখুন। যেমন ইন্টারনেট
এক্সপ্লোরার এর নাম পরিবর্তন করে ie রাখুন।
এবার রানে (Ctrl+R) গিয়ে ie
লিখে ওকে করলে ইন্টারনেট এক্সপ্লোরার চালু
হবে। এভাবে আরো প্রোগ্রাম যোগ করতে পারবেন ।
আশা করি বুঝতে পেরেছেন ।
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...