Translate

ফরম্যাট না করে যে কোন কঠিন ভাইরাস ও ট্রজান দূর করার জন্য ১০০% কার্যকরী ও প্রয়োজনীয় সব ফুল ভার্সন সফটওয়্যার ...

কম্পিউটার ও ল্যাপ্টপের উইন্ডোজ সেটাপ দেওয়া ছাড়া। ভাইরাস, ওয়ার্ম, এডওয়ার, স্পাইওয়ার ও ট্রজান আক্রান্ত উইন্ডোজের সমস্যা দূর করুন খুব সহজে।  আপনার উইন্ডোজকে দিন নতুনের মত স্প্রিড বা গতি।
যাদের জন্য এই সফটওয়্যার গুলো প্রয়োজন

  • ১) কোন কারন ছারাই আমার পিসির র‍্যাম ও প্রসেসর খুব বেশি পরিমানে ব্যবহার হচ্ছে, পিসি মারাত্তক ভাবে স্লো হয়ে গেছে ও প্রসেসরের ফ্যান খুব জোরে ঘুরছে, কোন ফাইল বা উইন্ডোজ ওপেন হতে যথেষ্ট সময় নিচ্ছে, মোট কথা সিস্টেম পুরাপুরি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে গেছে, নতুন এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করলেও কোন ভাইরাস পায় না আর পেলেও তা ডিলেট করতে বা মারতে পারছে না হ্যাং হয়ে যাচ্ছে। আবার এই এন্টিভাইরাস আপনার প্রোগ্রাম ফাইল সব ডিলেট করে দিচ্ছে ভাইরাস বলে। কিন্তু এই মূহূর্তে সেটাপ দেওয়া আপনার জন্য ইম্পসিবল। কারন অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।
  • ২) আপনার কম্পিউটার শর্টকাট ভাইরাস দ্বারা আক্রান্ত ,  কোন মতেই তা রিমুভ করতে পারছেন না
  • ৩) মজিলা বা গুগল ক্রোমে কোন ওয়েবসাইট বারুজ করতে গেলেই কোন কারন ছাড়া অনেকগুলো বিজ্ঞাপন ট্যাব ওপেন হয়ে যাচ্ছে যা খুবই বিরক্তিকর
 উপরের সমস্যা গুলোর জন্য আপনি উইন্ডোজ সেটাপ দিলেন। কিন্তু কয়েকদিন পর দেখলেন আবার একই সমস্যা !!! আসলে উইন্ডোজ সেটাপ দিলে শুধু সিস্টেম ড্রাইভ অর্থাৎ যে ড্রাইভে অপারেটিং সিস্টেম ইন্সটল করা আছে সেটি ফরম্যাট হয়। অন্য ড্রাইভগুলো অপরিবর্তিত থাকে। ফলে সিস্টেম ড্রাইভে যদি ভাইরাস থাকে, তা ডিলিট হয়ে যায়, কিন্তু অন্য ড্রাইভের ভাইরাস গুলো আগের মতই পিসিতে সংসার বেঁধে বসে থাকে। তার উপর এসব ভাইরাস যদি হয় এতই মারাত্বক যে, তার জন্য এন্টিভাইরাসই ইন্সটল করা যায় না, তাহলে পিসির এসব ভাইরাস পিসিতেই থাকবে।
তাহলে কি পুরা পিসি ফরম্যাট করা (কম্পিউটারের সব ডাটা জলাঞ্জলি দেয়া) ছাড়া কোনো উপায় নেই?অবশ্যই আছে।
বন্ধুরা, এই বিষয়টি নিয়েই আমার আজকের এই টিউন।
আপনাদের জন্য আমি কোন এন্টিভাইরাস নিয়ে আসি নি,  ফ্রি এন্টিভাইরাস তো গুগলে সার্চ দিলে অনেক পাওয়া যায়। এসব এন্টিভাইরাস কোন ফাইলে সমস্যা থাকলে তা ঠিক না করে ডিলেট করে দেয়। এর মধ্যে আপনার অনেক গুরুত্বপূর্ণ ফাইল বা প্রোগ্রামও থাকতে পারে
আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সমাধান (মাথা ব্যাথা হলে মাথা কেটে ফেলে দেওয়ার মত সমাধান নয় বরং তা চিরতরে দুর করাই সবচেয়ে ভালো সমাধান)

প্রথমে আপনাদের জানার জন্য কিছু ব্যাসিকঃ

ভাইরাসের লক্ষণ –
  • ১. কম্পিউটার বুট হতে বেশি সময় নেয়া।
  • ২. কোন প্রোগ্রাম লোড হতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেয়া।
  • ৩. exe ফাইল করাপ্টেড হওয়া।
  • ৪. কম্পিউটার অন করতেই বা চলতে থাকা অবস্থায় হঠাৎ করে অপ্রত্যাশিত error মেসেজ দেখানো।
  • ৫. ফোল্ডার অথবা ফাইলের নামের অনুরুপ অহেতুক একটি exe বা এক্সিকিউটিভ ফাইল তৈরি করা।
  • ৬. ফোল্ডার অপশন ডিজেবল কিংবা হাইড হয়ে যাওয়া।
  • ৭. কম্পিউটার স্লো হয়ে যাওয়া।
  • ৮. কোন ফাইল ফোল্ডার হাইড বা সুপার হাইড হয়ে যাওয়া যা প্রোপার্টিজ থেকে আন হাইড করা যায় না।
  • ৯. টাস্ক ম্যানেজার কাজ না করা।

যে ভাবে ভাইরাস ছড়ায় –
  • ১. পেন-ড্রাইভ, মেমোরি কার্ড, সিডি/ডিভিডি, হার্ডডিস্ক ইত্যাদির মাধ্যমে ডেটা বা কোন তথ্যের আদান প্রদান করলে।
  • ২. পাইরেটেড সফটওয়্যার ব্যবহার করলে।
  • ৩. ইন্টারনেট, ই-মেইল বা এক কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের সংযোগের কারণে।
  • ৪. ভাইরাস আক্রান্ত ফাইলে দুই ক্লিক করলে বা চালানোর চেষ্টা করলে।
ভাইরাস প্রতিরোধের জন্য কিছু সাবধানতা –
  • ১. কোন ফাইল অন্য কম্পিউটার হতে কপি করে আনা হলে বা ইন্টারনেট হতে ডাউনলোড করা হলে সেটা এন্টি-ভাইরাসের মাধ্যমে স্ক্যান করা উচিত।
  • ২. যে কোন ওয়েবসাইট থেকে সফটওয়্যার ডাউনলোড করা উচিত নয় …
  • বিশ্বাস্ত বা নামকরা সাইট ছাড়া অন্য কোন সাইট থেকে নামানো উচিত নয়
  • ৩. অটোরান বন্ধ রাখা উচিত।
  • ৪. স্বয়ংক্রিয় ব্যাচ (Autoexec.bat) ফাইলে ভাইরাস প্রতিরোধক প্রোগ্রাম সংযোজন করতে হবে। এতে কম্পিউটার প্রতিবার অন হওয়ার পর এবং বাইরের কোন ড্রাইভ প্লাগ করার সাথে সাথে ভাইরাস চেক করবে।
  • ৫. যখন পেন-ড্রাইভ দিয়ে কোন ডাটা আদান প্রদান করার প্রয়োজন হয় তখন তা জিপ (zip) করে পেন-ড্রাইভে ভরতে হবে (সফটওয়্যার হলে অবশ্যই জিপ করতে হবে)। কারণ জিপ করা ফাইলে ভাইরাস ঢুকতে পারে না।
নোটঃ zippyshare.com থেকে যাদের ডাউনলোড করতে সমস্যা হয় তাদের বলছি এই সার্ভারে কোন ফাইলের অরজিনাল ডাউনলোড লিংক হচ্ছে ফাইলের নামের ডানপাশে ” কমলা (Orange) কালারের” [Download Now ] যে ব্যাটন আছে সেইটি …
**** মোবাইল দিয়ে ডাউনলোড করতে যাদের সমস্যা হয় তারা UC Browser দিয়ে ডাউনলোড করুন

উপরের সকল সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় সব সফটওয়্যার

সকল ভাইরাস, স্পাইওয়ার, ম্যালওয়ার ও ট্রজান সমস্যা দূর করতে স্রেফ এই সফটওয়্যারটি ডাউনলোড করুন এবং ইন্সটল করুন তারপর স্ক্রান করুন দেখবেন আপনার কম্পিউটার একদম নতুনের মত ফাস্ট হয়ে গেছে
ইন্সটল প্রক্রিয়াঃ
স্বাভাবিক নিয়মে ইন্সটল করুন শুধু ফিনিশ দেওয়ার আগে (Lunch Program) বক্স অপশন থেকে টিক চিহ্ন তুলে দিন … অর্থাৎ Don’t Start / Lunch Program
এরপর প্যাচ ফাইল ওপেন করুন জাস্ট প্যাচ এ ক্লিক করুন আপনার সফটওয়্যার ফুল ভার্সন হয়ে গেছে …
জিপ ফাইলের মধ্যে সব পিকচার টিউটোরিয়াল দেওয়া আছে
নোটঃ কখনো সফটওয়্যারটি আপডেট করবেন না চাইলেও না।
Trojan Killer 2.2.7.2.zip
ডাউনলোড লিংকঃ
http://www39.zippyshare.com/v/Af9s3Flp/file.html

শটকাট ভাইরাস ও অটোরান প্রোগামে আক্রান্ত ভাইরাস রিমুভ করার জন্য

smadav 9.9 PRO (shortcut virus remover).zip [ এই সবচেয়ে কার্যকরী }
ডাউনলোড লিঙ্কঃ
http://www39.zippyshare.com/v/vSTqVtJ7/file.html
অথবা
Shortcut Virus Remover v3.1.zip
ডাউনলোড লিংকঃ
http://www39.zippyshare.com/v/TO0DoCDd/file.html

পেন্ড্রাইবের যে কোন ভাইরাস দূর করার জন্য

UsbFix (Pendrive Virus Remove & fix) 2015_7.947.zip
ডাউনলোড লিংকঃ
http://www39.zippyshare.com/v/q4KoJRJn/file.html

 

ব্যাউজারে বিজ্ঞাপন বা অ্যাড এর ট্যাব ওপেন জনিত সমস্যা বা পপ আপ দূর করার জন্য

Adware Cleaner & Removal.zip
ডাউনলোড লিংকঃ
http://www39.zippyshare.com/v/8TCZvEht/file.html
মজিলায় যে কোন অ্যাড ব্লক করতে নিচের অ্যাড অন টি ইন্সটল করুন
https://addons.mozilla.org/en-US/firefox/addon/adblock-edge/
▬▬▬▬۩۞۩▬▬▬▬
আমার সব ই-বুক সরাসরি ফেইসবুক থেকে ডাউনলোড করতে চাইলে

https://www.facebook.com/groups/tanbir.ebooks
এখন আমার সকল ই-বুক আপলোড করা হয়েছে। আপনি চাইলে আপনার নিজের ই-বুক ও আপলোড করতে পারেন


কম্পিউটারে জিপ ও রার ফাইল ওপেন করতে এই সফটওয়্যার ইন্সটল করুন
zip & rar file extract 5.0 beta 6 (x64) .exe
http://www46.zippyshare.com/v/59677769/file.html
zip & rar file extract 5.0 beta 6 (x86) 32 .exe
http://www71.zippyshare.com/v/95337306/file.html
▬▬▬▬۩۞۩▬▬▬▬
আমার সব ই-বুক সরাসরি ফেইসবুক থেকে ডাউনলোড করতে চাইলে
https://www.facebook.com/groups/tanbir.ebooks
এখন আমার সকল ই-বুক আপলোড করা হয়েছে,  আপনি চাইলে আপনার নিজের ই-বুক ও আপলোড করতে পারেন
▬▬▬▬۩۞۩▬▬▬▬
সীমিত ইন্টারনেট প্যাকেজের ও নেটের স্লো স্পিড়ের জন্য যারা এই ফাইল গুলো অথাবা আমার অন্যান্য ফাইল ডাউনলোড করতে পারছেন না!
অথবা যারা ব্যস্তাতার জন্য ডাউনলোড করার সময় পাচ্ছেন না……
অথবা এতগুলো ফাইল একটা একটা করে ডাউনলোড করতে যাদের বিরক্তিকর মনে হয়,তারা নিচের লিংকে দেখুন,আশা করি আপনারা আপনাদের সমাধান পেয়ে যাবেন!!
আমার সব সংগ্রহের লিংক

▬▬▬▬۩۞۩▬▬▬▬



Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...