Translate

নতুন কম্পিউটার কিনেছেন? আসুন পার্টস বাই পার্টস নিজে নিজে লাগিয়ে নেই স্টেপ বাই স্টেপ ছবি দেখে দেখে !!!

একটি কম্পিউটার এর মাঝে জিনিশ থাকে মাত্র হাতে গোনা কয়েকটা পার্টস। নতুন একটি পিসি কিনেছেন সেটি নিজে নিজে যদি লাগিয়ে নিতে পারেন পার্টস গুলোকে সেটার মজাই কিন্তু আলাদা হবে। এছারাও শিখে রাখতে দোষ কি তাই না? আজকে একটি পিসি এসেম্বলি করা দেখাবো প্রতি স্টেপ বাই স্টেপ ছবি দেয়া আছে আসা করি সমস্যা হবেনা আপনাদের। তাহলে চলুন টিউটোরিয়াল শুরু করি?
নোটঃ যে সকল পার্টস আমরা লাগাবো।
  • পাওয়ার সাপ্লাই
  • মাদারবোর্ড
  • র‍্যাম
  • প্রসেসর (খুব সাবধানে লাগাতে হবে, অবশ্যই ৩ বার চেক করে দেখে নিবেন ঠিক মত লাগানো হয়েছে কিনা।)
  • ডিভিডি রোম
  • পাওয়ার ওয়্যার (তারগুলো অবশ্যই ৩ বার চেক করবেন সঠিক তার সঠিক জায়গায় লাগানো আছেকিনা)
  • কুলিং ফ্যান (খুব সাবধানে ধিরে ধীরে করুন)
  • এবং হার্ড ডিস্ক
  1. মনে করুন নিচের জিনিশগুলো আপনি কেনেছেন। এবার প্রতিটা আমরা যায়গামত লাগিয়ে নিব। ওকে?
    Build-a-Cheap-Computer-Step (1)
    • পিসির case টি প্রথমে খুলে নিন :D নতুন পিসি তবে ভয়ের কিছু নেই অরেন্টি দিয়েছে তাই না?
      Build-a-Cheap-Computer-Step (2)
    • এবার ছবিত মত করে motherboard এর মাঝে CPU Socket বা প্রসেসর টি লাগিয়ে নিন। প্রসেসর এবং মাদারবোর্ড এর যেখানে লাগাবেন সেখানে দেখেন খুব ভালো করে খাপ খাপ করা আছে শুধু সঠিক যায়গায় খুব খেয়াল করে বসিয়ে দিন। (তবে খুব খুব সাবধান থাকুন একটি পিনের যেন কনো প্রকার ক্ষতি না হয়, একদম মোমের পুতুল এর মত ধরুন, Its not funny… ok? )
      Build-a-Cheap-Computer-Step (3)
    • এবার আমরা heatsink বা কুলিং ফ্যান টি লাগিয়ে নিন। সাবধানে খুব সাবধানে এবং খাপে খাপ শুধু বসিয়ে দিয়ে ভালো করে চেক করে নিন।
      Build-a-Cheap-Computer-Step (4)
    • এবার আমরা RAM ইন্সটল করে নিন। রেমের মাঝে এবং মাদারবোর্ড এর মাঝে দেখুন খাপে খাপে যায়গা করা আছে বসিয়ে শক্ত করে লাগিয়ে নিন। (এটি মমের পুতুলের মত আস্তে আস্তে না করলেও হবে যথেষ্ট মজবুত এটি)
      Build-a-Cheap-Computer-Step (5)
    • এবার motherboard টি কেসিং এর সাথে স্কু দিয়ে লাগিয়ে নিন
      Build-a-Cheap-Computer-Step (6)
    • এবার সিপিইউ এর তার গুলো লাগিয়ে ফেলুন সাবধানে এবং মাদারবোর্ড এর সাথে ম্যানুয়াল এর চিত্র দেখে দেখে। কারন একেক বোর্ড  একেক রকমের হয়ে থাকে। তবে একদম সহজ একটি কাজ। কারন সব লিখা আছে তার এর মাথায় এবং যেখানে বসাতে হবে সেই জায়গায় মানে মাদার বোর্ড এর গায়ে।
      Build-a-Cheap-Computer-Step (7)
    • এখন আমরা hard drive লাগিয়ে নিব স্কূ দিয়ে টাইট করে লাগান। বোর্ড এর খাপে খাপে বসে যাবে চেষ্টা করুন।
      Build-a-Cheap-Computer-Step (8)
    • CD/DVD drive লাগিয়ে নিন একি ভাবে।
      Build-a-Cheap-Computer-Step (9)
    • এবার motherboard এর মাঝে এইচডিডি এবং ডিভিডি এর তারগুলো লাগিয়ে নিন। টিপসঃ দেখুন মাদারবোর্ড লিখা আছে HDD or Hard Disk এবং DVD যেখানে সুন্দর করে লাগিয়ে দিন :D
      Build-a-Cheap-Computer-Step (10)
    • এবার power supply টি লাগান।
      Build-a-Cheap-Computer-Step (11)
    • এখন কম্পিউটার case এর সাইড পেনেল লাগিয়ে নিন স্কূ দিয়ে।
      Build-a-Cheap-Computer-Step (12)
  2. এবার উইন্ডোজ এর ডিভিডি লাগিয়ে বায়সে প্রবেশ করে CD/DVD drive থেকে “IDE CD/DVD Device” সিলেক্ট করে দিন Select boot device হিসাবে।


    Build-a-Cheap-Computer-Step (13)

Related posts

Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...