অনেক সময় হয় এমন যে সিকুরিটি দিতে গিয়ে
বায়স এর মাঝে পাসওয়ার্ড দিয়েছেন কিন্তু দুখের কথা সেই পাসওয়ার্ড নিজে ভুলে
গেছেন। তখন কি করবেন? আবার হতে পারে কারো কম্পিউটার এর BIOS Password
আপনি ক্র্যাক করতে চাচ্ছেন? তাহলে কিভাবে করবেন? ছোট করে ধারণা দিয়ে শুরু
করছি। BIOS এর মাঝে যদি কেউ Password দিয়ে থাকেন তাহলে কম্পিউটার এর বায়সে
ধুঁকা যাবেনা কিন্তু সাধারণ ভাবে পিসি চালাতে পারবেন। তাহলে কেন ক্র্যাক
করা দরকার ভাবছেন? আপনি যদি বায়সে প্রবেশ না করতে পারেন তাহলে পিসি সেটআপ
দেয়া, বা হার্ড ডিস্ক এর নানান কাজ সহ আরো অনেক কিছুই করতে পারবেন না।
BIOS Password ব্রেক করার অনেক গুলো Way আছে। আজকে আমরা সেগুলোর মাঝে একটি দেখব। তাহলে চলুন শুরু করি।- কম্পিউটার প্লাগ খুলে নিন এবং কেস সরিয়ে ফেলুন মানে পিচির সিপিইউ খুলে ফেলুন এটি একটি হার্ডওয়্যারের কাজ করতে যাচ্ছি আমরা।
- এবার কাজ হচ্ছে BIOS jumper খুজে বেড় করা। পিসির ভেতরে মাদারবোর্ড এর মাঝে অনেক জাম্পার আছে তাই আমাদের ভালো করে খুজে নিতে হবে। (তবে যে কনো জাম্পার যদি ভুলে খুলে ফেলুন তাহলে সমস্যা নেই আবার সঠিক জায়গায় লাগিয়ে দিলেই হবে) এবার ছবিতে দেখুন BIOS password যেই জাম্পারটি নিয়ন্ত্রণ করে সেটির মাঝে ৩টি পিন আছে।
- এবার
BIOS password রিসেট করতে সঠিক jumper টি খুজে নিয়ে খুজে ফেলুন। এবার লক্ষ
করুন জাম্পার যদি পিন ১ ও ২ এর মাঝে লাগানো থাকে তাহলে এটি খুলে ২ ও ৩
নাম্বার পিনের মাঝে লাগিয়ে দিন। মানে হচ্ছে আমরা শুধু জায়গা পরিবর্তন করে
দিচ্ছি।
- সব ঠিক ঠাক যদি করে থাকে পিসি অন করে দেখুন পাসওয়ার্ড গায়েব হয়ে গিয়েছে।
১। ৮০% ক্ষেত্রে এই ট্রিকস কাজ করবে।
২। সঠিক জাম্পার খুজে নিতে মাদারবোর্ড এর ম্যানুয়াল খুজে দেখুন প্লিজ।
৩। অবশ্যই উল্টা পাল্টা কিছু করার আগে মাথায় রাখুন কোনটা কোথায় ছিল
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...