Translate

The bridge is scary world

                     পৃথিবীর ভীতিকর সেই সেতু

 

পৃথিবীর বিভিন্ন দেশে অদ্ভুত সেতুর অস্তিত্ব আগেও খুঁজে পাওয়া গেছে। কিন্তু জাপানের এশিমা ওহাশি সেতুর মত দেখতে এমন ভীতিকর সেতু বোধহয় এই পৃথিবীতে আর নেই।

জাপানের মাৎসুই ও সাকাইমিনাতো শহর দুটিকে যুক্ত করেছে এশিমা ওহাশি সেতুটি। দেখে মনে হয় আকাশের দিকে সোজা গিয়ে হঠাৎ নিচের দিকে ধাবিত হয়েছে সেতুটি। আকৃতির কারণে এশিমা ওহাশি ব্রিজের আরেক নাম হয়ে উঠেছে ‘রোলার কোস্টার সেতু’।

সেতুটি উঁচুতে হওয়ায় এর নিচ দিয়ে সহজেই পার হতে পারে বড় বড় নৌকা। তবে সেতুটি মোটেও অতটা খাঁড়া নয়, যতটা এটি দূর থেকে দেখে মনে হয়। কিন্তু যখন সেতুর ছবিগুলো কোণায় গিয়ে সোজাসুজি তোলা হয় তখন সেগুলো অনেক বেশি ভয়ানক দেখায়।

অন্যদের চেয়ে গাড়ির চালকরা অপেক্ষাকৃত কম ভয় পেলেও সেতুতে গাড়িগুলো ধীরে ধীরে ওঠানামা করে।

খাঁড়া সেতুর অত উপরে গিয়ে অন্তত ট্রাফিক জ্যামে আটকে পড়ে থাকতে চাইবেন না কেউই।
Share on Google Plus

About Stick Art AI

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...