Translate

পানির ওপরে বা নিচে সমান গতিতে ছুটতে পারে সাবমারসেবল ওয়াটারক্র্যাফট!!!

কেমন হয় যদি একই যান ব্যবহার করে পানির ওপর স্পীডবোটের মত আর পানির নিচে সাবমেরিনের মতো ছুটে চলা যায়। নিশ্চয় অসাধারণ। সাবমারসেবল ওয়াটারক্র্যাফট ঠিক এমনি একটি যান যা আপনাকে একই সাথে পানির ওপরে ও নিচে সমান তালে ছুটে বেড়াতে সাহায্য করবে। আইডিয়াটি প্রথমে আসে ডলফিনের থেকে। এবং নতুন এটি দেখতেও হুবহু ডলফিন মাছের মতন।
Flying-Submersible-Watercraft-Seabreacher-635x423
কিভাবে চলে? এটির সাথে লাগানো আছে শক্তিশালী ১৫০০সিসি ইঞ্জিন এবং সর্বচ্চ গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার (পানির ওপরে) এবং ৪০ কিলোমিটার (পানির নিচে)। ফ্রি স্টাইলে সার্ফিং করার জন্য এর থেকে বেস্ট আর কিছু হতে পারে না। আপনি চাইলে পানির নিচ থেকে লাফ দিয়ে সর্বচ্চ ২০ ফিট পর্যন্ত পানির ওপরে উঠে যেতে পারবেন। ঠিক যেমনটি ডলফিন মাছ করে বেড়ায়।
SH-189_3-BIG
চলুন এক নজরে দেখে নেই সাবমারসেবল ওয়াটারক্র্যাফটের মুল বৈশিষ্ট্য সমূহ-
  • সর্বচ্চ ২ জন যাত্রী বহন করতে পারবে।
  • ১৫০০ সিসি ৪ স্টোক শক্তিশালী ইঞ্জিন।
  • ফুয়েল ট্যাঙ্ক ৫২লিটার।
  • সাবমারসেবল ওয়াটারক্র্যাফট টি প্রায় ৫.১৮ মিটার লম্বা এবং প্রায় ১ মিটারের মতো চওড়া।
  • খালি অবস্থায় যানটির ওজন ৬১২ কেজি।
  • একই সাথে সামনে ও পেছনে দেখার জন্য লাগানো আছে অসাধারণ ২টি ক্যামেরা।
  • আছে নিজের পছন্দ মতো রঙের ব্যবহার।
  • আরও অনেক কিছু।
সত্যি বলতে এটি যে একবার চালাবে সে আর কখনই ভুলতে পারবে না এমন অনুভুতির কথা। মনে হবে যেন সার্কের পেটের ভেতরে বসে তাকে নিয়ে দৌড়ে বেড়ানোর মতো। আরও ভাল করে জানার জন্য আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করছি। দেখুন সবাই কি মজা করে সাবমারসেবল ওয়াটারক্র্যাফট চালিয়ে বেড়াচ্ছে।
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...