Translate

পৃথিবীর যেকোনো ফটো থেকে যেকোনো রঙের html color code জেনে নিন এক মুহূর্তে।

আমরা যারা ওয়েব ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন করি তারা প্রায় সময় একটি সমস্যার সম্মুখীন হই তা হল এইচটিএমএল কালার কোড। হয় আমরা রঙের নাম মনে করতে
পারিনা আর না হয় আমরা কালার কোড মনে করতে পারিনা। আজ আমি আপনাদের একটি টিপস দিচ্ছি যার মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের
যেকোনো রঙের কালার কোড বের করতে পারবেন। হয়ত আপনি কোথাও কোন রঙ দেখেছেন এবং আপনার পছন্দ হয়েছে কিন্তু আপনি রঙের নাম বা কোড কোনটাই জানেন না। এটা এখন কোন সমস্যা না। প্রথমে আপনি যেখানে রঙ টি দেখেছেন সেখান থেকে রঙটির একটি স্ক্রিনশট দিয়ে রাখুন। যারা
স্ক্রিনশট দিতে জানেন না তারা start menu তে গিয়ে sniping tools খুজে বের করুন এবং new এ ক্লিক করে আপনার যতটুকু দরকার ততোটুকু অংশ কেটে save করুন।এবার এই লিংক এ যান]  ।
ছবি তে যেমন দেয়া আছে ঠিক সেরকম একটি পেজ পাবেন। তারপর
browse এ ক্লিক করে আপনার কোন ছবির কালার কোড জানতে হবে তা সিলেক্ট করুন। এরপর show image এ ক্লিক করুন। নিচের বক্স
এ আপনার ছবি টি দেখতে পাবেন। এরপর ছবির কোন অংশের কোড জানতে হবে সেখানে মাউস ক্লিক করুন। নিচে আপনি আপনার রঙের কোড দেখতে
পাবেন।
অনেক ধন্যবাদ। আগামি তে আসছি নতুন পোস্ট নিয়ে
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...