Translate

কম্পিউটারের ইউএসবি পোর্ট বন্ধ করবেন কিভাবে?

আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন? আজ শেয়ার করব একটি জরুরী এবং সহজ একটি টিউটোরিয়াল। আমাদের কম্পিউটারে অনেক সময় ইউএসবি পোর্ট বন্ধ রাখার প্রয়োজন পড়ে থাকে। কিন্তু ইউএসবি পোর্ট তো খুলে রাখার জিনিস নয়। তাই আপনাকে আজকের টিউটোরিয়ালের আশ্রয় নিতে হবে। আজকে শিখতে পারবেন কিভাবে পিসির ইউএসবি পোর্টগুলো বন্ধ বা সাময়িকভাবে Disable (অকার্যকর) করে রাখবেন। নিচের কয়েকটি নির্দেশনা মত কাজ করেই আপনার পিসির ইউএসবি পোর্টগুলো অকার্যকর করে রাখতে পারবেন। 
কম্পিউটারের ইউএসবি পোর্ট বন্ধ করবেন কিভাবে?
  • প্রথমে আপনার কম্পিউটারের Desktop থেকে My Computer এর উপর Mouse এর Right Button ক্লিক করে Manage এ ক্লিক করুন।
কম্পিউটারের ইউএসবি পোর্ট বন্ধ করবেন কিভাবে?
  • এবার একটি ডায়ালগ বক্স পাবেন সেখানে  Device Manager এ ক্লিক করে Universal Serial Bus controllers থেকে USB Root Hub সবার শেষের আগেরটা করে Right button ক্লিক করে Disable করে দিতে হবে। নিচের স্ক্রিনশটটি লক্ষ্য করতে পারেন।
কম্পিউটারের ইউএসবি পোর্ট বন্ধ করবেন কিভাবে?
  • এখন ইউএসবিতে কোন প্রকার ইনপুট যেমনঃ মডেম, মাউস ইত্যাদি প্রবেশ করালে সেগুলো  Show করবেনা। আর ইউএসবি পোর্টগুলো আবার সক্রিয় করতে পূর্বের মত নিয়মে শুধু Disable অপশনকে Enable করে দিন। 
আজকের ছোট টিউটোরিয়ালটি আশা করি নতুনদের কাজে লাগবে। আমার সাথেই থাকুন। ধন্যবাদ। 
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...