আসালামু আলাইকুম,
কেমন আছেন আপনারা সবাই? আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন।আমিও ভালোই
আছি।আমরা অনেকের ব্লগে দেখে থাকি যে কোন একটা পোস্ট পড়ছি তার নিচে।একটি
মন্তব্য বক্স গুগল তো ডিফল্ট ভাবে থাকে আপনি ইচ্চা করলে গুগল এর সাথে যোগ
করে দিতে পারেন একটি সুন্দর ফেসবুক কমেন্ট বক্স ।তা আর দেরি কেন চলুন আমরা
আমাদের কাজ শুরু করে দেয়।
তার আগে আমরা জেনে নেয় কেন আমরা এই ফেসবুক কমেন্ট বক্স তা লাগাব আমাদের লাভ কি?
আপনি যদি এই কমেন্ট বক্স দেন তাহলে অনেকেই কমেন্ট করবে কারণ সবাই তো গুগলে
লগইন করা থাকে না কিন্তু ফেসবুকে কিন্তু ২৪ঘণ্টা লগইন থাকে।এবং ব্লগে
কমেন্ট বক্স যোগ করলে ফেসবুকেও বিজ্ঞাপন হয়ে জায় আপনার ব্লগ সাইটি, এতে
আপবার ব্লগ সাইট আকর্ষণীয় দেখায় এবং ব্লগে ভিসিটরও বারবে।
ফেসবুক কমেন্ট বক্স ব্লগস্পট ব্লগে যোগ করার পদ্ধতি ১ :
* প্রথমে আপনার ফেসবুক একাউন্ট লগ ইন করুন।
* তারপর সেটিং এ যান।
* একেবারে নীচ থেকে Developers অপশন এ ক্লিক করুন।
* তারপর Docs বাটনে ক্লিক করুন।
*Social Plugins অপশন এ ক্লিক করুন।
*তারপর Comments এ ক্লিক করুন।
কমেন্ট এ ক্লিক করার পর আপনি একটু নিচে তিনটি বক্স দেখতে পাবেন। এখন উপরে
বাম পাশে প্রথম বক্সে আপনার ব্লগ এর “Url” লিংক দেন। এবং বাম পাশে দ্বিতীয়
বক্সে পোস্ট সংখা দেন। এবার দান পাশে প্রথম বক্সে কতটুকু প্রস্ত নিয়ে
কমেন্ট বক্স তৈরি করতে যান সেই সংখা দেন। এবং দান পাশের নিছের বক্সে কি
কালারের কমেন্ট বক্স করতে যান, সেই কালার সিলেক্ট করুন। সর্বশেষে “Get
Code” এ ক্লিক করুন। নিচে চিত্র দেখুন..............
এবার নিচের কোড গুলো কপি করুন
ফেসবুক কমেন্ট বক্স ব্লগস্পট ব্লগে যোগ করার পদ্ধতি ২:
* ব্লগার ড্যাশবোর্ড লগ ইন করুন।
* টেমপ্লেট > Edit HTML এ যান।
* {Ctrl + F} টাইপ করে </ body> ট্যাগ খোঁজ করুন।
* </ body> ট্যাগ উপরে, আগের এইচটি এম এল কপি করা কোড পেস্ট করুন। নীচের চিত্র দেখুন...............
* এখন “Save Template” এ ক্লিক করুন।
* আবার {Ctrl + F} টাইপ করে “<b:include data='post' name='post'/>” কোড খোঁজ করুন।
<b:include data='post' name='post'/>
কোড এর নীচে, নীচের কোড কপি করে পেস্ট দিন।
“
<b:if cond='data:blog.pageType == "item"'>
<div
class="fb-comments"
data-href="<data:post.url/>"
data-width="590"
data-num-posts="100">
</div>
</b:if>
"
উপরের কোড কপি করে পেস্ট করুন লাল কালারের কোড এর নীচে।
* আবার “Save Template” এ ক্লিক করুন।
এবার আপনার যেকোনো একটি পোষ্টে গিয়ে দেখুন যাদু।
আপনাকে অনেক ধন্যবাদ।
আল্লাহ হাফেজ।
Translate
Home / ওয়েব ডিজাইন /
ওয়েব ডেভেলপমেন্ট /
ফেসবুক /
ব্লগার টিপস
/ আপনি কি আপনার ব্লগে ফেসবুক কমেন্ট বক্স যুক্ত করতে চান...
- Blogger Comment
- Facebook Comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...