কিভাবে চলে? এটির সাথে লাগানো আছে শক্তিশালী ১৫০০সিসি ইঞ্জিন এবং সর্বচ্চ গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার (পানির ওপরে) এবং ৪০ কিলোমিটার (পানির নিচে)। ফ্রি স্টাইলে সার্ফিং করার জন্য এর থেকে বেস্ট আর কিছু হতে পারে না। আপনি চাইলে পানির নিচ থেকে লাফ দিয়ে সর্বচ্চ ২০ ফিট পর্যন্ত পানির ওপরে উঠে যেতে পারবেন। ঠিক যেমনটি ডলফিন মাছ করে বেড়ায়।
- সর্বচ্চ ২ জন যাত্রী বহন করতে পারবে।
- ১৫০০ সিসি ৪ স্টোক শক্তিশালী ইঞ্জিন।
- ফুয়েল ট্যাঙ্ক ৫২লিটার।
- সাবমারসেবল ওয়াটারক্র্যাফট টি প্রায় ৫.১৮ মিটার লম্বা এবং প্রায় ১ মিটারের মতো চওড়া।
- খালি অবস্থায় যানটির ওজন ৬১২ কেজি।
- একই সাথে সামনে ও পেছনে দেখার জন্য লাগানো আছে অসাধারণ ২টি ক্যামেরা।
- আছে নিজের পছন্দ মতো রঙের ব্যবহার।
- আরও অনেক কিছু।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...