Translate

[Super Post] সিডির দিন শেষ ! উইন্ডোজ সেটআপ এর জন্য আর নয় সিডি !! দেখে নিন পেনড্রাইভকে কিভাবে উইন্ডোজ সেটআপ এর জন্য বুটেবল করতে হয় !! এবং জেনে নিন পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ এর সুবিধা !!

আপনারা আমার টিউন সম্পূর্ণ ফলো করলে বিনা বাধায় পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ দিতে পারবেন !!

পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ এর সুবিধা :

১। যেসকল কম্পিউটারে সিডি ড্রাইভ নেই সেই সকল কম্পিউটারে অনায়াসে পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ দেয়া যায় ! বিশেষ করে নোটবুকে সিডি ড্রাইভ থাকে না !
২। সিডি দিয়ে উইন্ডোজ সেটআপ দিলে মাত্র কয়েকবার দেয়া যায় ! এর পর সিডি নষ্ট হয়ে যায় ! কিন্তু পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ পেনড্রাইভ ফরমেট করা আগ-পর্যন্ত দেয়া যায় !
৩। পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ সিডি দিয়ে উইন্ডোজ সেটআপ এর চেয়ে অনেক দ্রুত !
৪। এছাড়া এখন সিডির যুগ শেষ ! 😀

পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ এর জন্য আমাদের ৮ জিবি একটা পেনড্রাইভ এবং উইন্ডোজ এর ISO ফাইল লাগবে !

উইন্ডোজ এর ISO ফাইল : আপনি উইন্ডোজ এর যে ভার্সন চালাতে চান সে ভার্সনের ISO ফাইল ডাউনলোড করবেন ! 

  1. Windows 8.1 Update 1

  2. Windows 8.1

  3. Windows 8

  4. Windows 7

  5. Windows XP

এই সবগুলু ভার্সন একসাথে আপলোড করা নাই তাই সরাসরি ডাউনলোড লিঙ্ক দিতে পারলাম না !! আপনি যে ভার্সন চালাতে চান তার ISO ফাইল গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন অথবা আমাকে নির্দিষ্ট ফাইল চেয়ে রিকুয়েস্ট করতে পারেন :) 

বুটেবল পেনড্রাইভ তৈরি করা :

** এর জন্য আমাদের রুফুস নামের একটা সফটওয়্যার লাগবে : Rufus-2.2 
** 8GB পেনড্রাইভ পিসিতে লাগাতে হবে !
এরপর Rufus কে Open as Administrator দিয়ে ওপেন করতে হবে !
ওপেন করার পর উপরের মত দেখতে পাবেন ! তারপর নিচের মত লাল চিহ্ন দেয়া সিডি তে ক্লিক করতে হবে !
তারপর নিচের মত Windows এর ISO ফাইলটা সিলেক্ট করে Open ক্লিক করতে হবে !
 
তারপর নিচের মত Start ক্লিক করতে হবে ! এবং এর পর পারমিশন চাইবে OK দিতে হবে !
কিছুক্ষন পর নিচের মত দেখাবে ( ১০-১৫ মিনিট লাগতে পারে)

বুটেবল করার কাজ শেষ !  এখন পিসিতে লাগানো অবস্থায় পিসি রিস্টার্ট দিন এবং বুট মেনু থেকে পেনড্রাইভ সিলেক্ট করে উইন্ডোজ সেটআপ দিন !! যতদিন খুশি / যতবার খুশি !! :)



আমরা যারা আপনাদের জন্য এত কষ্ট করে লিখি তাদের টিউন পরে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আপনার টিউমেন্ট জানাবেন আর আমাদের উৎসাহিত করবেন :)
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...