Translate

A Decade YouTube

YouTube-এর এক দশক

 পূর্ণাঙ্গ যাত্রার পর ২০১৫ সালে এক দশক পূর্ণ করে ভিডিও দেখার সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট YouTube।বর্তমানে নিয়মিত YouTube ব্যবহারকারী ১০০ কোটি,যা ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে এক-তৃতীয়াংশ।বর্তমানে প্রতি মিনিটে ৩০০ ঘন্টা ভিডিও ছাড়া হয় YouTube-এ।২০০৫ সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে ব্যবহারকারীদের জন্য YouTube-এর পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত হয়।পরবর্তী সময়ে নভেম্বরে YouTube তার পূর্ণাঙ্গ যাত্রা শুরু করে।চাদ হার্লি,স্টিভ চেন এবং জাভেদ করিমের হাত ধরে সানফ্রান্সিসকোতে শুরু হয় YouTube-এর যাত্রা।এর আগে তিন সহ-প্রতিষ্ঠাতাই ছিলেন অনলাইন লেনদেনের জনপ্রিয় মাধ্যম PayPal-এর কর্মী।২৩ এপ্রিল ২০০৫ 'মি অ্যাট দ্য জু' নামের ১৮ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন জাভেদ করিম,যা ইউটিউবের প্রথম ভিডিও।১৬৫ কোটি ডলারের বিনিময়ে ৬ অক্টোবর ২০০৬ সালে ইউটিউব কিনে নেয় বিশ্বখ্যাত সার্চ জায়ান্ট ইঞ্জিন গুগল(Google)
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...