Translate

ব্লগার টিপস [পর্ব-০২] :: ব্লগস্পট সাইট যেভাবে মেটা ট্যাগ এন্ট্রি করবেন

আসসালামুয়ালাইকুম, আশা করি সবাই ভাল আছেন। আমিও ভাল আছি।
আমি অনেকদিন থেকে চিন্তা করছিলাম ফ্রি ব্লগ বানানোর সম্পুর্ন টিউন করার। কিন্তু সময় পাচ্ছিলাম না। অবশেষে আজ শুরু  করছি।
আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার একটি সাইট বানাবেন, যারা সি এস এস, আর এস এস, এইচ টি এম এল যানেন না তারাও খুব সুন্দরভাবে সাইট বানাতে পারবেন। আর এইসব কিছুর যতটুকু দরকার হবে ততটুকু আপনারা আশা করি আমার ধাপ বাই ধাপ টিউন পরলেই বুঝতে পারবেন।

এই পর্বের ২য় টিউনে আমি লিখবো কিভাবে সাইটে মেটা ট্যাগ এন্ট্রি করবেন

মেটা ট্যাগ এন্ট্রি

মেটা ট্যাগ এন্ট্রি করার আগে যান্তে হবে এটা কি। ব্লগসাইট গুলাতে আসলে মেটা ট্যাগ খুব গুরুত্বপুর্ন। সহজ ভাসায় বলতে গেলে মেটা ট্যাগ এর ফলেই আপনার সাইট কে গুগলে সার্চ করে পাওয়া যাবে। এতে title, descreaption, tag এমনভাবে সেট করা হয় যেন সেই সব লিখে সার্চ দিলে আপনার সাইট কে সার্চ ইঞ্জিনে দেখা যাবে। তো কথা না বারিয়ে দেখুন কিভাবে ব্লগস্পট সাইট এ মেটা ট্যাগ এন্ট্রি করবেন। মেটা ট্যাগ বানানো নিয়ে ভাবতে হবে না। কারন আমার একটা মেটা ট্যাগ বানানো ফাইল দেয়া আছে। আপনারা শুধু সেটা ইডিট করবেন
ধাপ ১ঃ প্রথমে ব্লগার ড্যাসবোর্ড এ গিয়ে tamplate এ ক্লিক করুন
এরপর edit html এ ক্লিক করুন
ধাপ ২ঃ এবারে সাইট এর বক্স এর  ভিতর একবার কিক করে Ctrl+F চাপুন আর সার্চ বক্স এ head লিখে enter চাপুন। তাহলে নিচের মত দুইটা head লেখা দেখতে পারবেন।
 
ধাপ ৩ঃ এবারে নিচের head লেখার উপরে ডাউনলোড করা ফাইল থেকে মেটা টেগ ইডিট করে copy করে এই head লেখার উপরে paste করুন। তারপর save tamplate এ ক্লিক করলেই কাজ শেষ। নিচের এনিমেশন ফটো টি দেখলে বুঝতে পারবেন।
 
নিচের থেকে মেটা ট্যাগ কপি করে নিন
<meta name="description" content="my website desceaption" />
<meta name="keywords" content="TAG 1,TAG 2,TAG 3,TAG 4,TAG 5,TAG 6,TAG 7,TAG 8,TAG 9,TAG 10" />
<meta name="author" content="YOUR NAME"/>
<title>my website name</title>
<meta charset="UTF-8"/>
অথবা মেটা ট্যাগ ফাইল ডাউনলোড করুন এখান  থেকে

মেটা ট্যাগ ইডিট করবেন যেভাবে

ভাল থাকবেন সবাই। কোন সমস্যা হলে জানাবেন।
 ডাউনলোড করা ফাইল থেকে চারটি জিনিস পরিবর্তন করুন
১। এখানে আপনার সাইট এর নাম লিখুন
২। এখানে লেখকের নাম লিখুন
৩। আপনার সাইট এর একটা ছোট বর্ননা দিন
৪। keywordদিন ১০ থেকে ২০ টি
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...