বিশ্বের এক নম্বর সার্চ ইঞ্জিন গুগল আরও এক যুগান্তকারী পদক্ষেপ নিতে
চলেছে৷ইন্টারনেটের পাশাপাশি গুগল এবার নামতে চলেছে গেজেট ব্যবসায়৷ প্রথম
পর্যায়ে বিশ্ববাসীকে চমক দিতে গুগল আনতে চলেছে ত্রি-মাত্রিক (থ্রি-ডি)
ট্যাবলেট৷
শনিবার
আমেরিকার ওয়ালস্ট্রিট জার্নাল এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে৷
মার্কিন মুলুকের সংবাদমাধ্যম সূত্রে খবর, আগামী মাস থেকেই গুগল
ত্রি-মাত্রিক ট্যাব উদ্ভাবনের কাজ শুরু করতে চলেছে৷প্রাথমিকভাবে জানা
গিয়েছে গুগলের নীল-নকশা অনযায়ী, যুগান্তকারী এই থ্রি-ডি ট্যাবের
স্ক্রিনটি হবে সাত ইঞ্চি৷ এক্কেবারে পাতলা এই ট্যাবে থাকবে অত্যাধুনিক
ক্যামেরা৷সামনে এবং পিছনে উন্নত সেন্সর এবং প্রয়োজনীয় প্রায় সমস্ত
সফটওয়ার৷এই ট্যাবটিতে গুগলের ফ্রি অ্যানড্রয়েড সফটওয়ারে চলবে৷ মোবাইল
ডিভাইসে থাকবে উন্ন ম্যাপিং ব্যবস্থা৷
পরিসংখ্যান বলছে, মার্কিন
মুলুকের সাধারণ মানুষের প্রায় ৪২ শতাংশ একটি ট্যাব মাত্র একমাস ব্যবহার
করে৷ এই বছর তা ৪৬ শতাংশে দাঁড়িয়েছে৷ তাই, ট্যাবের এই ব্যাপক চাহিদার কথা
মাথায় রেখে গুগল এবার ট্যাবের দুনিয়া দখলে জোর দিল বলেই মনে করেছে
ই-মার্কেট৷
Translate
- Blogger Comment
- Facebook Comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...