Translate

ফল বা সবজির ‘জুস’ ফিট রাখে কেন?

vegetables
OrangeJuiceTest-740

আনারসের জুস

Pineapple-Juice
তাজা আনারসের জুস শরীরে ‘এনজাইম’ সরবরাহ করে, সহায়তা করে হজমেও৷ ছোট্ট একটি টিপস: লাউ-চিংড়ি বাঙালির একটি পরিচিত রান্না, তবে এই রান্নায় মসলার পরিমাণ কমিয়ে একটু আনারসের জুস দিয়ে দিন৷ দেখবেন খেতে দারুণ সুস্বাদু হবে আর মিষ্টি সুগন্ধেও ভরে যাবে৷ তবে লাউয়ের খোসা ফেলে না দিয়ে, খোসাসহ স্লাইস করে কেটে নিলে আরো ভালো হয়৷

শসার রস বা জুস

cucumber-juice
শসার রসে রয়েছে পটাশিয়াম যা হৃদপিণ্ড এবং নার্ভের জন্য খুবই গুরুত্বপূর্ণ৷ আসলে শীতকালে যে কোনোই স্যুপ খুব উপাদেয়৷ আর সেটা যদি হয় একটু চর্বিযুক্ত পাঙ্গাস বা স্যামন মাছের স্যুপ, তাহলে তো কথাই নেই৷ স্যুপ হয়ে যাবার পাঁচ মিনিট আগে এককাপ তাজা শসার রস ঢেলে দিন৷ দেখবেন শরীরে কেমন একটা তরতাজা ভাব এনে দেবে৷

আঙুরের রস

Grape
আঙুরের রস বা জুসে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা বিপাকক্রিয়া ঠিক রাখে৷ সৌন্দর্য ও লাবণ্য ধরে রাখতে আঙুরের রসের জুড়ি নেই৷ তাছাড়া পোলাউ বা চালের জর্দা জাতীয় খাবারে সামান্য আঙুরের রস এনে দেয় রসালো ভাব ও স্বাদ৷ কিছুটা কিশমিশের ‘টেস্ট’৷ একবার করে দেখা যেতে পারে বৈকি!

কমলার জুস

OrangeJuiceTest-740
কমলার রসে যে প্রচুর ভিটামিন ‘সি’ রয়েছে, তা বোধ আজ আর কাউকে নতুন করে জানানোর প্রয়োজন নেই৷ কমলার জুস বিভিন্ন রান্নায় স্বাদ তো আনেই, কমলার টুকরো খাবারকেও করে আরো লোভনীয়৷ উনুন থেকে নামানোর কয়েক মিনিট আগে খোসাসহ ডালের চচ্চড়িতে কমলার সামান্য রস আর কয়েক টুকরো কমলা কেটে দিন, খেতে কিন্তু দারুণ! এছাড়া আমাদের দেশে কমলা লেবুর রস দিয়ে মাছ রান্নার চলও রয়েছে৷ কমলা ইলিশ করে দেখুন, কেমন মজা!

ঘুমের ওষুধ চেরি ফলের রস

cherry-juice
যাঁদের ঘুমের সমস্যা, তাঁরা রাতে ঘুমানোর আগে এক গ্লাস চেরিফলের জুস খেলে ভালো ঘুম হবে৷ লুইসিয়ানা স্টেট ইউনিভার্সিটির গবেষকরা এই তথ্যটি দিয়েছেন৷ এতে থাকা যথেষ্ট মিনারেল এবং ভিটামিন ঘুমোতে সাহায্য করে৷ তাছাড়া চেরি ফল দিয়ে কিন্তু খুবই মজার আচার তৈরি করা যায়, যা খেতে হয় প্রায় বরইয়ের আচারের মতো৷ করে দেখুনই না একবার!

হৃদরোগকে দূরে রাখতে বেদানার রস

pom-juice

বেদানায় রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট, প্রতিদিন ছোট এক গ্লাস বেদানার রস পান করলে হৃদরোগ থেকে দূরে থাকা যেতে পারে৷ বলা বাহুল্য, জার্মনিতে কিছু দিন আগে পর্যন্তও বেদানা দেখা যেত না৷ তবে আজকাল প্রায় প্রতিটি ফলের দোকানেই বেদানা পাওয়া যায়৷

বিভিন্ন ফল ও সবজির জুস

vegetable-juicing
তাজা ফল বা সবজির জুসে থাকে প্রচুর ভিটামিন এবং মিনারেল, যা শরীরের নানা প্রয়োজন মিটিয়ে শরীরকে ‘ফিট’ রাখে৷ তাই কয়েক রকমের ফল একসাথে মিশিয়ে এক গ্লাস জুস তৈরি করে পান করুন প্রতিদিন৷ বিশেষ করে ঋতু পরিবর্তনের সময় অসুখ-বিসুখকে দূরে রাখতে তাজা ফলের রস খুবই উপকারে আসে৷
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...