নিজেই তৈরি করুন ফেসবুক চ্যাট ইমোটিকস !
সবাই কেমন আছেন? আপনাদের জন্য আজ শেয়ার করছি চরম একটি ফেসবুক ট্রিক্স। আপনারা অনেকেই ফেসবুক চ্যাটিং-এ হাজারো ধরনের ইমোটিকস ব্যবহার করেন। কিন্তু কেমন হতো যদি আপনি নিজেই আপনার ইচ্ছেমত ইমোটিকস বানিয়ে বন্ধুর সাথে চ্যাটিং এ তাকে পাঠাতে পারতেন? হ্যাঁ আপনি পারবেন! কিভাবে পারবেন? সেটার জন্যই তো আজ মাই ট্রু টিপস২৪-এ আজকের পোস্ট। খুবই সোজা ৩ টি ধাপেই আপনি নিজেই বানাতে পারবেন নিজের ইচ্ছেমত ফেসবুক চ্যাট ইমোটিকস।নিচে দেখুন কয়েকটি ইমোটিকস দিলাম আমি
- প্রথমেই এখানে ক্লিক করুন।
- একটি ওয়েব সাইট আসবে। সেখানে Browse অপশন ক্লিক করে আপনার পিসি থেকে আপনার কাঙ্ক্ষিত ছবিটি সিলেক্ট করে Upload Now বাটন ক্লিক করুন এবং কিছুক্ষন অপেক্ষা করুন।
ইয়াহু... পেয়ে গেছেন আপনার নিজের তৈরি ফেসবুক চ্যাট ইমোটিকস কোড। এখন এটি আপনার বন্ধুকে ফেসবুক মেসেজে পাঠিয়ে দেখুন !
কেমন লাগলো মাই ট্রু টিপস২৪-এর আজকের মজার ট্রিক্স পোস্ট ? খুব ছোট কাজ করে আপনি নিজেই তৈরি করুন ফেসবুক চ্যাট ইমোটিকস। অর্থাৎ আপনি যে ছবি উপরের সাইটটিতে আপলোড করবেন। সেটিই কনভার্ট হয়ে আপনাকে ফেসবুকের চ্যাট ইমোটিকস কোড দিয়ে দিবে। এখন উপভোগ করুন নিজের তৈরি নতুন নতুন চ্যাট ইমোটিকস। আজকের মত এখানেই এই ছোট পোস্টের সমাপ্তি...
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...