পবিত্র আল কুরআনের আলোকে রোজার ফযিলত
“আল্লাহ্ তা’আলা বলেছেন, রোজা আমার জন্য। তাই আমি নিজেই এর প্রতিদান দেব”
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত।
রাসূল (সাঃ) বলেছেনঃ আল্লাহ্ তা’আলা বলেছেন, রোজা ব্যতীত আদম সন্তানের প্রতিটি কাজই তাঁর নিজের জন্য, কিন্তু রোজা আমার জন্য। তাই আমি নিজেই এর প্রতিদান দেব।
রোজা ঢাল স্বরূপ।
তোমাদের কেউ যেন রোজা পালনের দিন অশ্লীলতায় লিপ্ত না হয় এবং ঝগড়া-বিবাদ না করে।
যদি কেউ তাকে গালি দেয় অথবা তাঁর সঙ্গে ঝগড়া করে, তাহলে সে যেন বলে, আমি একজন রোজাদার।
যার কবজায় মুহাম্মদ (সাঃ) এর প্রাণ, তাঁর শপথ! অবশ্যই রোজাদারের মুখের গন্ধ আল্লাহ-র নিকট জান্নাতের সুগন্ধির গন্ধের চাইতেও সুগন্ধি।
রোজাদারের জন্য রয়েছে দু’টি খুশী যা তাকে খুশী করে। যখন সে ইফতার করে, সে খুশী হয় (তখন তাঁর দোয়া কবুল হয়) এবং যখন সে তাঁর রবের সাথে সাক্ষাত করবে, তখন রোজার বিনিময়ে আনন্দিত হবে।
[বুখারী ১৭৮৩]
হাদিসে বলা হয়েছে,
আবু হুরায়রা (রা:) থেকে বর্ণিত; রাসুল (সা:) বলেছেন:“যখন রমজান মাস আসে, জান্নাতের দরজা খুলে দেয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়া হয় এবং শয়তানদেরকে আবদ্ধ করে দেয়া হয়।”
[বুখারীঃ ১২২০]
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...