Translate

কীভাবে Windows 10 ইন্সটল দিবেন!!!! (ছবিসহ বিস্তারিত)...

আসসলামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে খুবই ভাল আছেন। অনেকদিন পর আসলাম টিউনারপেজে পোস্ট করতে। এর আগে ধারাবাহিক ভাবে উইন্ডোজ এক্সপি ইন্সটল, উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮ ইন্সটল দিতে হয়, তা নিয়ে পোস্ট লিখে ছিলাম। দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
যাই হোক, এবার মূল বিষয়ে আসি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম উইন্ডোজ ১০ ইন্সটল প্রক্রিয়া। যদিও অনেকেই ইন্সটল করে ব্যবহার করছেন ও পারেন, তবুও যারা পারে না বা পারছেন না তাদের জন্য আশা করি এটা উপকার হবে।
windows-10-logo-featured
  • প্রথমেই আপনার আপনার ফাইলগুলো ব্যাকআপ করে নিন (সি ড্রাইভের অন্তর্গত)।
  • এবার Windows 10 DVD/USB প্রবেশ করান ও কম্পিউটার রিস্টার্ট করুন।
  • Press any key to boot.. আসবে, যেকান একটি কী চাপুন।
  • আপনার ভাষা + অন্যান্য সেটিং করে এগিয়ে যান। (যে ভাবে আছে সেভাবে রেখেই এগিয়ে যান)।
  •  Install now এ ক্লিক করুন।
  •  I accept the license terms এ টিক চিহ্ন দিয়ে Next করুন।
  • আপনি যদি উইন্ডোজকে আপগ্রেড করতে চান তাহলে Upgrade এ ক্লি করুন। নতুন করে ইন্সটল করতে Custom এ ক্লিক করুন।
  • আগের যদি পার্টিশান করা থাকে তাহলে সি ড্রাইভে উইন্ডোজ ইন্সটল করুন অথবা আপনার পছন্দমত ড্রাইভে ইন্সটল করুন। পার্টিশান করা না থাকলে পার্টিশান করে নিয়ে ইন্সটল করুন।
  • যে ড্রাইভে উই্ন্ডোজ ইন্সটল করবেন, ফরম্যাট করে নিবেন। এজন্য Format বাটনে ক্লিক করে ফরম্যাট করুন।
  • উইন্ডোজ ১০ ইন্সটল কার্যক্রম শুরু….
  • ইন্সটল শেষে কম্পিউটার রিস্টার্ট  নিবে অটোমেটিক।
  • রিস্টার্টের পর…
  • কম্পিউটার আবার রিস্টার্ট নিবে…
  • Use express settings এ ক্লিক করে এগিয়ে যান।
  • আর যদি কাষ্টমাইজ করেন তাহলে নিচের মতো আসবে (পরবর্তী তিনটি ছবি)।
  • ইউজার নেম দিন। পাসওয়ার্ড দিতে চাইলে দিতে পারেন।
  • Finish বাটনে ক্লিক করুন।
  • দেখতে দেখতে আমরা টিউটোরিয়াল শেষ করার পাশাপাশি উইন্ডোজ ১০ও ইন্সটল করে ফেললাম। :) :D

Windows 10 January এডিশন

টিউটোরিয়াল তো শেষ করে ফেললাম। উইন্ডোজ ১০ এর ইন্সটল ফাইল কই? নাই? ও আচ্ছা…!!! তাহলে নেন!!
download-image-button-5 এবার আপনারা ট্রাই করে দেখেন তো পারেন কিনা। যে কোন সমস্যা হলে জানাবেন :D
থ্যাংক্স টু মাই ফ্রেন্ড :D
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...