Translate

কিভাবে ব্লগস্পট ব্লগে Meta Tag যোগ করবেন(এটা সঠিক)

আসসালামুয়ালাইকুম
সবায় কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ SEO টিপস নিয়ে পোস্ট করবো। আশা করি আপনাদের অনেক উপকার হবে, বিশেষ করে ব্লগস্পট ব্লগার ভাইদের। তাহলে চলুন
ব্লগস্পট, SEO টিপস

Meta Tag কি?

শুরু করার পূর্বে জেনে নেয়া দরকার যে meta tag কি। মেটা ট্যাগ হল একধরনের HTML কোড। যার মাধ্যমে  আপনার ব্লগ কি সম্পর্কে তা সার্চ ইঞ্জিন ও ভিসিটর জানতে পারে। মেটা ট্যাগে অনেকগুলা বিষয় জড়িত থাকে যেমনঃ- ব্লগের বিবরন, ব্লগের কি ওয়ার্ড, ব্লগের মালিকের নাম, robots ইত্যাদি

meta tag এর প্রয়োজনীয়তা

অন পেইজ SEO এর মধ্যে মেটা ট্যাগ অন্যতম। মেটা ট্যাগ এর সাহায্যে সার্চ ইঞ্জিন একি সাথে ভিসিটর আপনার ব্লগ সম্পর্কে জানতে পারে। আমরা সকল ব্লগার দের একটাই চাওয়া বেশি বেশি ভিসিটর, কারন বেশি ভিসিটর মানে বেশি বেশি আয়। আমরা সকলেই চাই সার্চ ইঞ্জিন থেকে ভিসিটর আসুক যেমন গুগল। 
আপনার সাইট কি সম্পর্কে এটা গুগলকে না জানালে গুগল কিভাবে আপনার সাইটে ভিসিটর পাঠাবে? meta tag এর সাহায্যে গুগল সহ অন্যান্য সার্চ ইঞ্জিন আপনার সাইট সম্পর্কে অবগত হবে, তাই যখন কোন ভিসিটর কিছু সার্চ করে। আপনার সাইটে যদি এই বিষয়ে লিখা থাকে, তাহলে সার্চ ইঞ্জিন ওই ভিসিটর কে আপনার সাইটে পাঠিয়ে দিবে।
আশা করি meta tag এর প্রয়োজনীয়তা বুঝাতে পেরেছি। 

কিভাবে Meta Tag ব্লগস্পট ব্লগে যোগ করবেন

মেটা ট্যাগ কি? প্রয়োজনীয়তা বুঝেছেন এখন যোগ করার পালা। নিচের দাপ গুলা দেখে যোগ করে ফেলুন
  • প্রথমে আপনার ব্লগার একাউন্টে লগিন করুন। 
  • তারপর চলে যান blogger dashboard>>template>>edit template 
  • কোন কিছু পরিবর্তন করার পূর্বে টেমপ্লেট ডাউনলোড করে রাখুন। 
  • বর্তমানে সব template এ মেটা ট্যাগ এর কোড দেয়া থাকে। দেখুন আপনার টেমপ্লেটে নিচের কোড আছে কিনা।description ও keyword
  • যদি থাকে ভাল। না থাকলে নিচের কোড কপি করে <head> এই কোড এর নিচে পেস্ট করে দিন

<b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'>
<META NAME="Description" CONTENT="আপনার ব্লগারের বিবরন দিন" />
</b:if>
<META NAME="Keywords" CONTENT=" আপনার কি ওয়ার্ড গুলা কমা দিয়ে লিখুন" />
<META NAME="Author" CONTENT="Salek Ahmed" />
<META NAME="Robots" CONTENT="All" />
 আপনার ব্লগার বিবরন দিন = এখানে আপনার ব্লগ কি সম্পর্কে তা আলোচনা করুন, তবে খেয়াল রাখবেন ১৫০ ওয়ার্ড এর বেশি যেন না হয়। সুবিদার জন্য আমার ব্লগের বিবরন দেখুন
অনলাইনে আয়, ফ্রীলান্সিং, ব্লগিং, ডাউনলোড সম্পর্কে ব্লগ
আপনার কি ওয়ার্ড গুলা কমা দিয়ে লিখুন  = এখানে আপনার ব্লগের কি ওয়ার্ড বসাতে হবে।কি ওয়ার্ড বলতে আপনার ব্লগ কি সম্পর্কে তা সংক্ষেপে কি ওয়ার্ড আকারে লিখতে হবে। ব্লগের জন্য কি ওয়ার্ড অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আপনি বিভিন্ন কি ওয়ার্ড রি সার্চ টুল ব্যাবহার করতে পারেন। সুবিদার জন্য আমার কি ওয়ার্ড দেখতে পারেন।
ব্লগার টিপস, ব্লগস্পট, ফেসবুক টিপস, ব্লগিং, অনালাইনে আয়, ডাউনলোড
প্রত্যেকটা কি ওয়ার্ড এর মাজে কমা দিয়ে আলাদা করে দিন। বেশি কি ওয়ার্ড ব্যাবহার করবেন না।

ব্যাস এবার  save template এ ক্লিক করুন। আপনার কাজ শেষ।
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...