-
কীভাবে VirtualBox এ Windows 8 ইন্সটল করবেন !!!
-
কীভাবে উইন্ডোজ ৮ আনইন্সটল করবেন !!!
-
কিভাবে উইন্ডোজ এক্সপি ইন্সটল করবেন !!!
-
কিভাবে Windows 8 ইন্সটল করবেন !!!
-
রিমুভাল ডিক্স থেকে ইন্সটল দিন উইন্ডোজ ৮ (আপডেটেড রি-পোস্ট)
-
কীভাবে উবুন্টু ইন্সটল করবেন !!!!
-
!i!i!i কীভাবে উইন্ডোজ ৭ ইন্সটল করবেন !i!i!i
- প্রথমেই আপনার আপনার ফাইলগুলো ব্যাকআপ করে নিন (সি ড্রাইভের অন্তর্গত)।
- এবার Windows 10 DVD/USB প্রবেশ করান ও কম্পিউটার রিস্টার্ট করুন।
- Press any key to boot.. আসবে, যেকান একটি কী চাপুন।
- আপনার ভাষা + অন্যান্য সেটিং করে এগিয়ে যান। (যে ভাবে আছে সেভাবে রেখেই এগিয়ে যান)।
- Install now এ ক্লিক করুন।
- I accept the license terms এ টিক চিহ্ন দিয়ে Next করুন।
- আপনি যদি উইন্ডোজকে আপগ্রেড করতে চান তাহলে Upgrade এ ক্লি করুন। নতুন করে ইন্সটল করতে Custom এ ক্লিক করুন।
- আগের যদি পার্টিশান করা থাকে তাহলে সি ড্রাইভে উইন্ডোজ ইন্সটল করুন অথবা আপনার পছন্দমত ড্রাইভে ইন্সটল করুন। পার্টিশান করা না থাকলে পার্টিশান করে নিয়ে ইন্সটল করুন।
- যে ড্রাইভে উই্ন্ডোজ ইন্সটল করবেন, ফরম্যাট করে নিবেন। এজন্য Format বাটনে ক্লিক করে ফরম্যাট করুন।
- উইন্ডোজ ১০ ইন্সটল কার্যক্রম শুরু….
- ইন্সটল শেষে কম্পিউটার রিস্টার্ট নিবে অটোমেটিক।
- রিস্টার্টের পর…
- কম্পিউটার আবার রিস্টার্ট নিবে…
- Use express settings এ ক্লিক করে এগিয়ে যান।
- আর যদি কাষ্টমাইজ করেন তাহলে নিচের মতো আসবে (পরবর্তী তিনটি ছবি)।
- ইউজার নেম দিন। পাসওয়ার্ড দিতে চাইলে দিতে পারেন।
- Finish বাটনে ক্লিক করুন।
- দেখতে দেখতে আমরা টিউটোরিয়াল শেষ করার পাশাপাশি উইন্ডোজ ১০ও ইন্সটল করে ফেললাম। :) :D
Windows 10 January এডিশন
টিউটোরিয়াল তো শেষ করে ফেললাম। উইন্ডোজ ১০ এর ইন্সটল ফাইল কই? নাই? ও আচ্ছা…!!! তাহলে নেন!!এবার আপনারা ট্রাই করে দেখেন তো পারেন কিনা। যে কোন সমস্যা হলে জানাবেন :D
থ্যাংক্স টু মাই ফ্রেন্ড :D
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...