শুরুতে সবাইকে সুভেচ্ছা জানাই। কেমন আছেন
সবাই? অনেকদিন পরে টিপে লগইন করেছি। নতুন ডিজাইন খুব পছন্দ হয়েছে, আইডিয়া
গুরু, নতুন ক্যাটালগ, লগইন বার অসাধারণ লেগেছে। এছারাও আরো বেশ কিছু চমৎকার
ফিচার দেখলাম লগইন করে ড্যাশবোর্ড এ প্রবেশ করে। যাই হক আজকে থেকে একটি
ধারাবাহিক টিউটোরিয়াল শুরু করতে যাচ্ছি যার আনুমানিক পর্ব হতে পারে ৫০টির
উপরে খুব দ্রুত লিখা চেষ্টা করব আমি। আসা করি ভালো লাগবে।
বিষয়
হচ্ছে। উইন্ডোজ ৭ অপ্টিমাইজ বা দ্রুত গতির তৈরি করা। পর্ব অনেক বেশী হবে
কারন দেখা যাবে আমি একটি সিস্টেম বিভিন্য প্রক্রিয়াতে দেখাব তার কারন হচ্ছে
যেহুতু আপনি নতুন কিছু শিখছেন তাহলে কেন নয় আপনি সকল সিস্টেম সম্পর্কে
অবগত থাকুন। যদি আমি ভুল করে থাকি দয়া করা আমাজে জানিয়ে দিবেন। তাহলে চলুন
শুরু করি।
আজকের
পর্বে আমরা দেখে নিব কিভাবে Windows 7 Transparency বন্ধ করে কম্পিউটার কে
আরো দ্রুত গতির করে নিব। সেই আমি দেখিয়ে দিব কিভাবে এটি আবার খুলতে হবে
সুতরাং ভয়ের কিছু নেই। আরেকটি কথা সেটি হচ্ছে আমি এই টিউটোরিয়ালটি সম্পূর্ণ
বেসিক লেভেল থেকে শুরু করছি তাহলে যারা নতুন এবং কম্পিউটার ব্যবহার এর
ক্ষেত্রে কিছুটা দুর্বল তারাও সহজে বুঝতে পারবে তবে আসতে আসতে আমি আডভান্স
লেভের দিকে যাব। ধন্যবাদ।
1. ডেস্কটপ এ মাউস নিয়ে রাইট ক্লিক করে Personalize ক্লিক করুণ।
2. এবার Window Color এ ক্লিক করুণ।
3. To Enable Transparency
A) এবার Enable transparency টিক মার্ক দিন।4. To Disable Transparency
B) এখন আপনার Color intensity ঠিক ঠাক করে নিন।
C) পয়েন্ট 5 দেখুন।
- Slide LEFT = transparent বৃদ্ধি
- Slide RIGHT = transparent হ্রাস
A) তাহলে Enable transparency থেকে মার্ক সরিয়ে দিন।5. এবার Save changes দিয়ে বেরিয়ে আসুন।
দ্বিতীয় অপশন (কাজ একি কিন্তু আরেকটি পদ্ধতি)
1. এবার Visual Effects খুলুন (না বুঝলে মন্তব্য করুণ।)
2. To Enable Transparency
A) দেখুন নিচের লিস্ট এর মাঝে Enable transparent glass লিখা আছে সেটির টিক মার্ক তুলে দিন।
B) এবার পয়েন্ট 4 দেখুন।
3. To Disable Transparency
A) Enable transparent glass লিখাটি মার্ক করে দিন।
আজকে
আমরা যা করেছি এতে করে দেখুন কিছুটা হলেই কম্পিউটার এর গতি বেড়েছে। বেসিক
লেভেল থেকে শুরু করেছি তাই ভেবে বসবেন না সবগুলো টিপস এরকম হবে নতুনদের
জন্য। আমি জানি প্রথম কয়েকটা পর্ব হয় অনেকের জানা থাকতে পারে। তবে প্রতি
পর্বে একবার করে চোখ রাখুন নিরাশ হবেন না। বাই।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...