এন্ড্রোয়েড ফোন ।(call সহ মোবাইল এর সব কিছু করতে
পারবেন)(ধামাকা পোস্ট)
আস্সালামু আলাইকুম । কেমন আছেন সবাই । আশা করি ভালো কারন
TT এর সাথে থাকলে তো ভালো থাকবেনই । আসলে একটা জিনিস নিজে চালালে সেটার মজা থাকে না
। তাই আপনাদের সাথে শেয়ার করছি ।
আমাদের অনেকেরই পিসি আছে কিন্তু একটা এন্ড্রোয়েড ফোন নেই । তাই আজ এলাম দুধের স্বাধ
ঘোলে মেটাতে ।
আপনাদের দেখাবো কি করে পিসিকে একটা এন্ড্রোয়েড মোবাইল বানাতে হয় । তাহলে দেখুন ।
প্রথমে আমাদের ২টা সফটওয়্যার লাগবেঃ নিচের থেকে ডাউনলোড করে নিন ।
Download Menu:-
VM
Player
Android
OS.iso
এবার আপনি VM Player সফটা আপনার পিসিতে ইনস্টল দিন । এবার ওটা
ওপেন করুন ।
এবার নিচের মত করে Player->File->New Virtual Machine এ ক্লিক করুন অথবা কিবোর্ড
থেকে Ctrl+N বাটন চাপুন ।
এবার নিচের মত একটা Wizard Menu আসবে ।
এখানে নিচের মত করে Installer disc image file(iso) তে টিক চিহ্ন দিন ।
এবং ডানপাশের Browse এ ক্লিক করে আপনার ডাউনলোড করা Android OS.iso ফাইলটা ধরিয়ে
দিন এবং Next এ ক্লিক করুন ।
এবার নিচের মত একটা অপশন আসবে এখানে Virtual Machine Name এ
আপনার ইচ্ছামত একটা নাম দিন । এখানে আমি আমার নাম দিয়েছি ।
এবার Location এ Browse করে দেখিয়ে দিন যে কোন ড্রাইভে আপনি এই Android OS টা সেটআপ
দিতে চান । এটা মাত্র 1.0GB এর মত তাই ইচ্ছামত একটা যায়গা দেখিয়ে দিন । আমি D:a
দিয়েছি । এবার Next এ ক্লিক করুন ।
এবার নিচের মত একটা অপশন আসবে । এখানে Maximum disk size (GB) এর ঘরে
1.0
টাইপ করেন ।এবং Store virtual disk as a single file এর পাশে টিক চিহ্ন দিন ।
এবার Next এ ক্লিক করুন ।
এবার যে অপশন আসবে এখানে কিছু করবেন না Just Finish বাটনে ক্লিক করুন । এবং একটু
অপেক্ষা করুন ।
.
এবার নিচের মত একটা Boot অপশন আসবে । আপনি যদি One time use করতে চান তাহলে Live CD
এর অপশন চয়েজ করবেন । আর যদি স্থায়ি করতে চান তাহলে একদম নিচের Installation চয়েজ
করবেন ।
আমি Live cd দেখাবো । নিচের মত করে সিলেক্ট করে ENTER বাটনে চাপ দিন ।
এবার একটু ওয়েট করেন লোড নিতে । সব ঠিক ঠাক মত থাকলে নিচের মত একটা ফোন আসবে ।
এটা এন্ড্রোয়েড এর লক স্কিন । ফোনের মতো করেই নিচ থেকে ধরে উপরে নিয়ে যান দেখবেন
খুলে যাবে ।
এবার নিচেরমত একটা এন্ড্রোয়েড Home স্কিন আসবে । এখানে ডান দিকে ৩টা অপশন আছে ।
মাঝেরটা আপনার Menu এবং এক পাশেরটা কলের অপশন । আরেক পাশেরটা Internet Browser ।
এখন আপনি Menu আইকনে ক্লিক করলে নিচের মত একটা এন্ড্রোয়েড মেনু পাবেন । এখানে আপনি
এন্ড্রোয়েড ফোনের সকল সুবিধা ও অপশন পাবেন ।
আপনার একটা প্রশ্ন জাগতে পারে যে এটার মেমরি কার্ড কোনটা?
আপনি পিসিতে একটা পেনড্রাইভ লাগিয়ে File Manager এ যান দেখবেন মেমরি কার্ড চলে এসেছে
।
নিচে দেখুন আপনার পিসি ভার্শনের এন্ড্রোয়েড ফোনের ডিটেল্স ।
আপনি আপনার পেনড্রাইভে apk ফাইলের গেমস ও এপস নিয়ে এটাতে ইনস্টল দিয়ে দেখলে পারবেন
।
এক কথায়া একটা এন্ড্রোয়েড ফোনের কোন অংশে কম না ।
আপনি যদি পিসিতে SIM Card Reader দিয়ে একটা সিম লাগান তো নিচের মত করে কলও দিতে
পারবেন ।
তো কি করবেন । কি দরকার পিসি থাকতে এন্ড্রোয়েড ফোনের? পিসিই যদি হয় সব কিছু ।
ভালো থাকবেন সবাই । কোন সমস্যা হলে কমেন্ট করবেন । আর ভালো লাগলে বন্ধুদের সাথে
শেয়ার করলাম ।
পোস্টা কপি করা থেকে বিরত থাকুন ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...