Translate

আপনার পিসিকে বানিয়ে ফেলুন অবিকল একটা এন্ড্রোয়েড ফোন ।(call সহ মোবাইল এর সব কিছু করতে পারবেন)(ধামাকা পোস্ট)

আপনার পিসিকে বানিয়ে ফেলুন অবিকল একটা
এন্ড্রোয়েড ফোন ।(call সহ মোবাইল এর সব কিছু করতে
পারবেন)(ধামাকা পোস্ট)
আস্সালামু আলাইকুম । কেমন আছেন সবাই । আশা করি ভালো কারন
TT এর সাথে থাকলে তো ভালো থাকবেনই । আসলে একটা জিনিস নিজে চালালে সেটার মজা থাকে না
। তাই আপনাদের সাথে শেয়ার করছি ।

আমাদের অনেকেরই পিসি আছে কিন্তু একটা এন্ড্রোয়েড ফোন নেই । তাই আজ এলাম দুধের স্বাধ
ঘোলে মেটাতে ।

আপনাদের দেখাবো কি করে পিসিকে একটা এন্ড্রোয়েড মোবাইল বানাতে হয় । তাহলে দেখুন ।
প্রথমে আমাদের ২টা সফটওয়্যার লাগবেঃ নিচের থেকে ডাউনলোড করে নিন ।

Download Menu:-
.star.VM
Player

.star.Android
OS.iso

এবার আপনি VM Player সফটা আপনার পিসিতে ইনস্টল দিন । এবার ওটা
ওপেন করুন ।

এবার নিচের মত করে Player->File->New Virtual Machine এ ক্লিক করুন অথবা কিবোর্ড
থেকে Ctrl+N বাটন চাপুন ।

Make Andr 1.jpg
এবার নিচের মত একটা Wizard Menu আসবে ।
এখানে নিচের মত করে Installer disc image file(iso) তে টিক চিহ্ন দিন ।
এবং ডানপাশের Browse এ ক্লিক করে আপনার ডাউনলোড করা Android OS.iso ফাইলটা ধরিয়ে
দিন এবং Next এ ক্লিক করুন ।

Make Andr 2.jpg
এবার নিচের মত একটা অপশন আসবে এখানে Virtual Machine Name এ
আপনার ইচ্ছামত একটা নাম দিন । এখানে আমি আমার নাম দিয়েছি ।

এবার Location এ Browse করে দেখিয়ে দিন যে কোন ড্রাইভে আপনি এই Android OS টা সেটআপ
দিতে চান । এটা মাত্র 1.0GB এর মত তাই ইচ্ছামত একটা যায়গা দেখিয়ে দিন । আমি D:a
দিয়েছি । এবার Next এ ক্লিক করুন ।

Make Andr 3.jpg
এবার নিচের মত একটা অপশন আসবে । এখানে Maximum disk size (GB) এর ঘরে

1.0

টাইপ করেন ।
এবং Store virtual disk as a single file এর পাশে টিক চিহ্ন দিন ।
এবার Next এ ক্লিক করুন ।
Make Andr 4.jpg
এবার যে অপশন আসবে এখানে কিছু করবেন না Just Finish বাটনে ক্লিক করুন । এবং একটু
অপেক্ষা করুন ।
.star..star..star..star..
এবার নিচের মত একটা Boot অপশন আসবে । আপনি যদি One time use করতে চান তাহলে Live CD
এর অপশন চয়েজ করবেন । আর যদি স্থায়ি করতে চান তাহলে একদম নিচের Installation চয়েজ
করবেন ।
আমি Live cd দেখাবো । নিচের মত করে সিলেক্ট করে ENTER বাটনে চাপ দিন ।
Make Andr 5.jpg
এবার একটু ওয়েট করেন লোড নিতে । সব ঠিক ঠাক মত থাকলে নিচের মত একটা ফোন আসবে ।
এটা এন্ড্রোয়েড এর লক স্কিন । ফোনের মতো করেই নিচ থেকে ধরে উপরে নিয়ে যান দেখবেন
খুলে যাবে ।
Make Andr 6.jpg
এবার নিচেরমত একটা এন্ড্রোয়েড Home স্কিন আসবে । এখানে ডান দিকে ৩টা অপশন আছে ।
মাঝেরটা আপনার Menu এবং এক পাশেরটা কলের অপশন । আরেক পাশেরটা Internet Browser ।
Make Andr 7.jpg
এখন আপনি Menu আইকনে ক্লিক করলে নিচের মত একটা এন্ড্রোয়েড মেনু পাবেন । এখানে আপনি
এন্ড্রোয়েড ফোনের সকল সুবিধা ও অপশন পাবেন ।
Make Andr 8.jpg
আপনার একটা প্রশ্ন জাগতে পারে যে এটার মেমরি কার্ড কোনটা?
আপনি পিসিতে একটা পেনড্রাইভ লাগিয়ে File Manager এ যান দেখবেন মেমরি কার্ড চলে এসেছে

নিচে দেখুন আপনার পিসি ভার্শনের এন্ড্রোয়েড ফোনের ডিটেল্স ।
Make Andr 9.jpg
আপনি আপনার পেনড্রাইভে apk ফাইলের গেমস ও এপস নিয়ে এটাতে ইনস্টল দিয়ে দেখলে পারবেন

এক কথায়া একটা এন্ড্রোয়েড ফোনের কোন অংশে কম না ।
.star..star..star..star.
আপনি যদি পিসিতে SIM Card Reader দিয়ে একটা সিম লাগান তো নিচের মত করে কলও দিতে
পারবেন ।
Make Andr 10.jpg

তো কি করবেন । কি দরকার পিসি থাকতে এন্ড্রোয়েড ফোনের? পিসিই যদি হয় সব কিছু ।

ভালো থাকবেন সবাই । কোন সমস্যা হলে কমেন্ট করবেন । আর ভালো লাগলে বন্ধুদের সাথে
শেয়ার করলাম ।

পোস্টা কপি করা থেকে বিরত থাকুন ।
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...