জানি না এই ধরনের টিউন আগে প্রকাশিত হয়েছে কি না। হয়ে থাকলে এড়িয়ে যান আর যারা জানেন না তারা দেখুন।
আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনি খুব সহজেই আপনার পিসি কে দিয়ে কথা বলাতে পারবেন। এটা খুব সিম্পল একটা পদ্ধতি। আপনারা আমার নির্দেশনা মত কাজ করুন। তাহলেই করতে পারবেন।
userInput = InputBox("Type below anything to hear you PC speak it!")
Set Sapi = Wscript.CreateObject("SAPI.SpVoice")
Sapi.speak userInput
আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনি খুব সহজেই আপনার পিসি কে দিয়ে কথা বলাতে পারবেন। এটা খুব সিম্পল একটা পদ্ধতি। আপনারা আমার নির্দেশনা মত কাজ করুন। তাহলেই করতে পারবেন।
- প্রথমে নোটপ্যাড ওপেন করুন
- এবার নিচের কোডটুকু নোটপ্যাডে কপি পেস্ট করুন।
userInput = InputBox("Type below anything to hear you PC speak it!")
Set Sapi = Wscript.CreateObject("SAPI.SpVoice")
Sapi.speak userInput
- এবার এটাকে .VBS ফরম্যাটে সেইভ করুন। যেমনঃ speak.VBS
- এবার ফাইল টাতে ডাবল ক্লিক করলে নিচের ছবির মত দেখতে পাবেন।
- বক্সে আপনার ইচ্ছা মত যা মনে হয় লিখুন এরপর ওকে চাপুন।আর দেখুন মজা।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...