Translate

ব্লগস্পট ব্লগে যোগ করুন গ্যালারি স্টাইল 3D পপুলার পোস্ট...

প্রায় সব ব্লগেই Popular Posts গেজেটটি থেকে থাকে। কারন একটি ব্লগে এই পপুলার পোস্ট উইডগেট অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর তাই এই উইডগেটটি স্টাইলিশ করার চেস্টাও আমরা সবসময় করে থাকি। আজ ব্লগস্পট ব্লগের জন্য নিয়ে এলাম চরম একটি 3D স্টাইলের পপুলার পোস্ট। বুঝতেই পারছেন উইডগেটটি যেহেতু থ্রিডি স্টাইলের তাই এর আকর্ষণীয়তা কতটা! আসুন, ব্লগস্পট বিশেষজ্ঞ ভাইদের আজকে শেখাব আপনার ব্লগস্পট ব্লগে একটি সুন্দর, আকর্ষণীয় 3D স্টাইল Popular Posts উইডগেট লাগানোর পদ্ধতি। এই উইডগেটটি মূলত ফটোগ্রাফি বা অন্যান্য গ্যালারী কিংবা ছবি ভিত্তিক ব্লগের জন্য উপযোগী। তবে চাইলে আপনি যেকোন ব্লগেই ব্যবহার করতে পারবেন। লাইভ ডেমো স্ক্রিনশট হিসেবে দেখুন এখানে ক্লিক করে।
ব্লগস্পট ব্লগে যোগ করুন গ্যালারি স্টাইল 3D পপুলার পোস্ট
  • ব্লগস্পট ব্লগের ড্যাশবোর্ডে লগিন করে Layout সেকশনে যান।
  • সাইডবারে যথানিয়মে একটি Popular Posts উইডগেট খুলুন। তবে Popular Post উইডগেট যোগ করার সময় নিচের ছবির মত করে পপুলার পোস্টটি সেটিংস করে নিন। 
 
ব্লগস্পট ব্লগে যোগ করুন গ্যালারি স্টাইল 3D পপুলার পোস্ট
  • এবার পপুলার পোস্টটি সেভ করুন।
  • এখন চলে যান ব্লগস্পটের টেমপ্লেট থেকে এডিট এইচটিএমএল অপশনে।
  • টেমপ্লেট কোডগুলো থেকে </body> নামের কোডটি খুঁজে বের করুন এবং খুঁজে পেলেই এর উপরে নিচের কোডগুলো বসিয়ে দিন। 

<style type='text/css'>
.cube { width: 300px; height: 300px;}
a img { border: none; }
#linksCube img { width: 100%; height: 100%; }
</style>
<script src='http://ajax.googleapis.com/ajax/libs/jquery/1.6.1/jquery.min.js' type='text/javascript'/>
<script src='https://sr-site.googlecode.com/files/sr-site-image.js' type='text/javascript'/>
<script charset='utf-8' type='text/javascript'>
$(function () {
$(&#39;.popular-posts ul&#39;).abupopularcube();
});
</script>
<script src='https://sr-site.googlecode.com/files/popularpost.js' type='text/javascript'/>
  • এই পপুলার পোস্ট উইডগেটের দৈর্ঘ্য ও প্রস্থ ৩০০ এবং ৩০০ পিক্সেল করে দেয়া আছে। আপনি চাইলে দৈর্ঘ্য এবং প্রস্থ পরিবর্তন করতে পারেন। উপরের কোড লক্ষ্য করুন। লাল রঙে দাগানো 300 এবং 300 এর জায়গায় আপনার চাহিদামত দৈর্ঘ্য প্রস্থ মাপ বসাতে পারেন।
  • সবশেষে টেমপ্লেট Save দিন। তাহলেই তৈরি হয়ে যাবে আকর্ষণীয় একটি একটি থ্রিডি পপুলার পোস্ট। 
 কেমন লাগলো আজকের ব্লগস্পটের স্টাইলিশ উইডগেটটি? ভালো লেগে থাকলে জানাবেন। ব্লগার মারুফের সাথেই থাকবেন।
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...