Translate

এবার Android এপ্স বানান, নিজেই হয়ে যান ডেভেলপার!!!

আসসালামু আলাইকুম বন্ধুগণ,
কেমন আছেন?
আশা করি ভালই আছেন।
আমিও অনেক ভাল আছি আল্লাহর রহমতে।
আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো অনেক আকাংখিত একটা এপ্স।
আমরা সকলেই চাই যে আমরা নিজেরা এপ্স বানাবো, হয়তো অনেকেই
পারে। আবার অনেকেই জানে কিন্তু পিসি নাই।
আবার পিসি থেকেও অনেকে জানে না।
আমরা নিজেরা যদি এপ্স বানাতে পারতাম তবে কতই না ভাল লাগত , বন্ধুদের সাথে ভাব মারতে পারতাম। আরও ইত্যাদি ইত্যাদি।
যাই হোক সকল প্রতিক্ষার অবসান ঘটিয়ে আজকে আমি আপনাদের শিখাব কিভাবে আপনার এন্ড্রয়েড ফোন দিয়েই আপনি এপ্স বানাতে পারবেন।
এটি খুবই সোজা।
আপনাকে এর জন্য রুট ও করা লাগবে না।
কোন কিছুই করা লাগবে না।
আপনি যদি এন্ড্রয়েড ফোন ইউজ করতে জানেন আর যদি এপ্স ইন্সটল করতে পারন তবেই আপনি পারবেন। খুব সোজা।
জাস্ট নিচের এই এপ্স টা ডাউনলোড করে নিন আর মজা নিন।
এটি দিয়ে আপনি লাইভ ওয়ালপেপার বানাতে পারবেন, নিজের ছবি দিয়ে আইকন দিতে পারবেন, নিজের নামে এপ্স বানাতে পারবেন, এপ্স এর সাথে গান সেট করতে পারবেন।আরও অনেক কিছু, ইত্যাদি ইত্যাদি। অনেকেই হয়ত বিলিভ করবেন না,আমিও প্রথমে বিলিভ করি নাই। পরে ভাবলাম দেখি তো সত্যি কিনা। পরে নিজেই ট্রাই করে দেখলাম আসলেই অবাক করা ব্যাপার।
যাইহোক অনেক বকবক করলাম। এবার তাহলে নিয়ে নিন আপনার এপ্স ক্রিয়েটর।
এপ্স নেমঃ Apk Creator
এপ্স সাইজঃ ৬.৮ এমবি
ডাউনলোড লিংকঃ ডাউনলোড
(ডাউনলোড করতে Create download link এ ক্লিক করুন)
এপ্সটার কিছু স্ক্রিন শর্ট দিলাম।
খোদা হাফেজ
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...