Translate

ডাচ বাংলা ব্যাংক এর স্টুডেন্ট একাউন্ট। ফ্রিলান্সার ও ছাত্র-ছাত্রী দের জন্য এক অন্যরকম ব্যাংকিং। আসুন জেনেনিই এর সুবিধা ও অসুবিধা।

proxyআসসালামু আলাইকুম টেকি বন্ধুরা, কেমন আছো সবাই?
আমি ভালোই আছি  .gif&container=blogger&gadget=a&rewriteMime=image/ আসলে প্রযুক্তির সাথে থাকলে ভালোই থাকা যায়। কি বলো?
আমি এখন তোমাদের সাথে যা শেয়ার করতে যাচ্ছি তা হল অতি প্রয়োজনীয় বিশেষ করে যারা ডাচ বাংলা ব্যাংক এর ক্রেডিট কার্ড পেতে চাও।আবার অনেকে আছেন যারা মনে করেন একটা ক্রেডিট কার্ড থাকলে একটু অন্যরকম ভাব নিয়ে চলা যায় শুধু তাদের জিন্য আমার এই পোষ্ট।
সাম্প্রতি ডাচবাংলা ব্যাংক স্টুডেন্টদের জন্য চালু করেছে স্টুডেন্ট ব্যাংকিং। যা সম্পুর্ন সাধারন ব্যাংকিং এর মত তবে এখানে বিশেষ কিছু সুবিধা ও অসুবিধা আছে যা অনেকেই জানে না বিশেষত তাদের জন্যই আমার এই টিউন। চলো জেনে নেয়া যাক ডাচ-বাংলা ব্যাংক স্টুডেন্ট ব্যাংকিং এর সুবিধা ও অসুবিধা গুলোঃ
সুবিধা সমূহঃ
  • মাত্র ৫০০ টাকা জমা দিয়ে একাউন্ট করা যাবে।
  • একাউন্ট উপেনিং সম্পুর্ণ ফ্রি অর্থাৎ জমাকৃত ৫০০ টাকা গ্রাহকের একাউন্টে থাকবে এবং গ্রাহক একাউন্ট ক্লোজ করতে চাইলে ওই টাকা তুলে নিতে পারবে।
  • অাজীবনের জন্য ফ্রি DBBL Nexus কার্ড প্রদান করবে এবং এর জন্য বাৎসরিক কোন চার্জ দিতে হবে না।
  • DBBL Nexus কার্ড হারিয়ে গেলে বা নষ্ট হলে অতি সামান্য চার্জে নতুন কার্ড নেয়া যাবে।
অসুবিধা সমূহঃ
  • একবারে সর্বোচ্চ ২৫০০০ টাকা লেনদেন করা যাবে।
  • সর্বোচ্চ ১০০০০০ টাকা একাউন্টে জমা অবস্হায় রাখা যাবে।
  • চেক বই দিবে না।
এই ছিল মূলত সূবিধা ও অসুবিধা এর পর কেউ যদি একাউন্ট করতে চান তো নিচের ডকুমেন্ট গুলো নিয়ে নিকটস্থ ডাচ বাংলা ব্যাংক বা অনুমোদিত এজেন্টের সাথে যোগাযোগ করুন।
প্রয়োজনীয় ডকুমেন্টঃ
  • এস এস সি বা এইচ এস সির রেজিস্ট্রেশনের ফটোকপি
  • বর্তমানে যে কলেজে অধ্যায়নরত সেই কলেজের আইডি কার্ডের ফটোকপি।
  • ছবি
আজ এ পর্যন্তই......ধন্যবাদ
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...