বাড়িতে তৈরি একটি ঘড়ি
দেখে বোমা সন্দেহে যাকে গ্রেপ্তার করা হয়েছিল, আমেরিকান সেই স্কুল ছাত্র
হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছেন।
আহমেদ মোহাম্মেদ নামের ১৪ বছর বয়সী ওই বালক বাড়িতে একটি ঘড়ি তৈরি করে স্কুল নিয়ে আসে।কিন্তু স্কুল কর্তৃপক্ষ সেটিকে বোমা সন্দেহ করে পুলিশে খবর দিলে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনা আমেরিকার সামাজিক মাধ্যমে বিপুল আলোড়ন তোলে।
ওই ঘটনার পর এক টুইটার বার্তায় তাকে হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্ট বারাক ওবামা।
আহমেদের সঙ্গে দেখার করার সময় মি. ওবামা মন্তব্য করেন, তরুণদের দমনের চেষ্টা না করে, বরং তাদের কাজে সবার উৎসাহ দেয়া উচিত।
সুদানি বংশোদ্ভূত ওই বালককে গ্রেপ্তার করা হলেও, পরে তার বিরুদ্ধে আর কোন অভিযোগ আনা হয়নি।
সূত্রঃ বিবিসি
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...