সালাম সবাই আসা করি সবাই ভাল আছেন আমার
প্রিয় ভাই বোনেরা। MS Paint দিয়ে আপনি মুভি দেখতে পারবেন সেতা কি আপনি
জানেন? না জানলেও আজকে জেনে নিতে পারবেন এবং এমএস পেইন্ট দিয়ে খুব সহজে
মুভি দেখার মজা নিতে পারবেন। কিন্তু কিছু জিনিস পারবেন না যেমন যেগুলো
সাধারনত ভিডিও প্লেয়ারে করা যায়। সেগুলো এখানে পারবেন না। যেমন Pause,
Next, Previous, Stop এই কাজগুলো করতে পারবেন না।
চলুন এমএস পেইন্ট দিয়ে মুভি দেখিঃ
১। সবার প্রথমে আপনার মুভি প্লেয়ারে মুভি চালু করুন ( রিয়েল প্লেয়ার, মিডিয়া প্লেয়ার ক্লাসিক, VLC প্লেয়ার ব্যাবহার করুন)।২। তবে মনে রাখুন সব ফরমেট এর ভিডিও সাপোর্ট নাও করতে পারে (আমার পিসিতে avi, mpeg, dat সাপোর্ট করেছে)।
৩। এখন আপনি ভিডিও প্লে করা অবস্থায় keybord এর “Print Screen” বাটন চাপুন।
৪। এবার ভিডিও কিন্তু চালু রাখতে হবে, বন্ধ করা যাবে না। এই অবস্থায় MS Paint ওপেন করুন।
৫। এখন পেইন্ট এর মেনু থেকে “Edit > Paste” অথবা “CTRL+V” চাপুন।
৬। এবার দেখুন, আপনার প্লে করা ভিডিওটি MS Paint দিব্বি চলছে।
৭। কিন্তু মনে রাখুন আপনি Pause, Next, Previous, Stop এই কাজগুলো করতে পারবেন না।
৮। আপনি চাইলে বিভিন্ন ফরমেট ট্রাই করে দেখতে পারেন, তবে DivX এবং Flash movie কিন্তু সাপোর্ট করবে না।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...