Translate

ঠিক করুন আপনার যে কোন ধরনের Corrupted পেনড্রাইভ, মেমোরি কোন প্রকার সফটওয়ার ছাড়াই

আসসালামু আলাইকুম,
কেমন আছেন আপনারা সবাই, আশা করি ভালোই আছেন।
এটা আমার প্রখম টিউন। আমি অনেকদিন যাবত এই টিউনারপেজ এ আছি, অনেক কিছু শিথছি । আমি ভাল লিখতে পারিনা,  আর কথনও কোন টিউন করি নাই ভয়ে কারন যদি কোন ভুল করি। ভাই আপনারা আমাকে উতসাহিত করলে আমি আরও অনেক নতুন কিছু উপহার দিতে পারব। আশা করি কম্মেন্ট এর মাধ্যমে জানাবেন কেমন হল।কেউ যদি আগে এই রকম কোন টিউন করে থাকেন তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে Corrupted পেনড্রাইভ, মেমোরি কিভাবে  ঠিক করা যায়। তো কথা না বাড়িয়ে কাজে চলে যাই। প্রথমে আপনার উইন্ডোজের START এ কিল্ক করে RUN এ গিয়ে cmd লিখে enter চাপুন। নিচের ছবির মত করে ।
তারপর Command Prompt চালু হবে।এখন আপনার স্বাদের কম্পিউটারে  Corrupted পেনড্রাইভ বা মেমোরি লাগান।
১ নং ধাপ – এখন প্রথমে টাইপ করুন একসাথে ( diskpart ) তারপর enter চাপুন।
২ নং ধাপ – অবার টাইপ করুন ( list disk ) এখন আপনার ড্রাইভ শো করবে। দেখুন আপনার Corrupted পেনড্রাইভ, মেমোরির ড্রাইভ কোনটা ।
৩ নং ধাপ – যদি disk 1 বা disk 2 হয় তাহলে যথাক্রমে ( select disk 1 বা select disk 2 ) টাইপ করুন এবং enter চাপুন।
৪ নং ধাপ – এখন ( clean ) লিখে enter প্রেস করুন।
৫ নং ধাপ – টাইপ করুন ( create partition primary ) লিখে enter প্রেস করুন।
৬ নং ধাপ – টাইপ করুন ‍( active ) লিখে enter প্রেস করুন।
৭ নং ধাপ – টাইপ করুন ‍( select partition 1 ) লিখে enter প্রেস করুন। ( আপনার ড্রাইভ অনুয়ায়ী আগেই বলেছি যথাক্রমে)
৮ নং ধাপ – টাইপ করুন ( format fs=fat32 ) লিখে enter প্রেস করুন। আপনি চাইলে fat32 এর বদলে ntfs ফরমেটে ফরমেট দিতে পারেন। ব্যাস আপনার কাজ শেষ এখন Corrupted পেনড্রাইভ বা মেমোরি ফরমেট হতে থাকবে। 100% হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। 100% হলে ‍Successfully দেখাবে এখন ( exit ) লিখে enter প্রেস করলে Command Prompt বন্ধ হবে । এখন My computer ওপেন করে দেখুন ঠিক হয়ে গেছে।
যদি তবুও না পারেন বা কারো অসুবিধা হলে নিচের স্ক্রিনশট ও cmd কোড আপলোড করে দিলাম txt ফাইলে ।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...