Translate

Bride Market

                  কনে বাজার(Bride Market)

 

ইউরোপের সমৃদ্ধশালী দেশ বুলগেরিয়ার স্টারা জাগোরা শহরের   রোমা সম্প্রদায়ের(স্হানীয় ভাষায় কালাইদেঝি)  গরিব মা-বাবারা তাঁদের মেয়েদের বিয়ের জন্য হাটে তোলেন।যুবকরা কনে পছন্দ করতে

 আসেন ঐ হাটে।এ সময় কনের পরিবারের সদস্যরাও উপস্হিত থাকেন সেখানে।উপস্হিত মেয়েদের মধ্য থেকে কনে পছন্দ করেন সেখানকার ছেলেরা অর্থাৎ যুবকরা।পরে পরিবারের পছন্দ ও সম্মতির পরই তাদের বিয়ে হয়।এক বছরে চারবার 'কনে হাট' বসানো হয় স্টারা

 জাগোরা শহরে।তাম্রলিপির যুগ থেকে ঐতিহ্যগতভাবেই  সেখানকার ছেলেমেয়েদের অর্থাৎ যুবক-যুবতিদের বিয়ে দিয়ে আসছেন বুলগেরিয়ার প্রাচীন রোমা সম্প্রদায়ের  পরিবাররা।

প্রিয় পাঠকবৃন্দ পোস্টটি যদি আপনাদের ভাল লাগে তাহলে গঠনমূলক মন্তব্য করবেন।আপনাদের মন্তব্য আমাদের মত ক্ষুদে টিউনারদের টিউন করতে অনুপ্রেরণা ও উৎসাহ জাগাবে।আমি আপনাদের আরও সুন্দর সুন্দর পোস্ট উপহার দিবো ইনশাআল্লাহ।  
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...