Translate

Dot.TK ডোমেইন ফ্রিতে নিন আজীবন মেয়াদের জন্য...

আসসালামু আলাইকুম, আজ আমরা একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি।
আমরা সবাই মোটামুটি ডটটিকে ডোমেইনের সাথে পরিচিত, ফ্রি ডোমেইনের ভিতর বর্তমানে এটিই সবচেয়ে বেশি ব্যাবহৃত হচ্ছে।
যাদের পক্ষে পেইড ডোমেইন কিনে ওয়েব সাইট তৈরি সম্ভব না তাদের ডটটিকেই ভরসা।
কিন্তু যতই হোক ফ্রি তো?
১ বছর পরে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে সাধের ডোমেইনের, ফলে আমরা হারাচ্ছি ভিজিটর। নতুন ডোমেইন রেজিষ্ট্রেশন করলেও এই ঘাটতি আর কাটিয়ে ওঠা সম্ভব হয়ে উঠছেনা।
আচ্ছা যদি এই ডোমেইনটি আজীবন মেয়াদের জন্য পাওয়া যায় তাহলে কেমন হয়?
আর কথা না বাড়িয়ে চলুন সেটাই শিখে নেই।
dot.tk for lifetime
১. প্রথমে এই লিংকে dottk.wap.sh যান
২. এবার যেকোনো এক্সটিজেম অথবা ওয়াপকা সাইটের লিঙ্ক দিয়ে নেক্সট করুন,
৩. এবার আপনার পছন্দের DoT.TK ডোমেইনটি লিখে নেক্সট করুন, যদি সেটি খালি না থাকে তাহলে অন্য নাম দিয়ে চেষ্টা করুন,
৪. আপনার ই-মেইল অ্যাডড্রেস লিখুন,
লক্ষনীয়: আজীবন মেয়াদের ডোমেইন পেতে একটি ই-মেইল একবারই ব্যাবহার করতে পারবেন।
(একটি জিমেইল আইডি দিয়ে যত খুশি ই-মেইল আইডি বানানোর পদ্ধতি জানতে এই লিঙ্কের পোস্টটি দেখুন)
৫. এবার my.dot.tk তে ঢুকে লগিন এর জায়গায় শুধু ইমেইল দিয়ে নিচের “Resend new registration email” এ ক্লিক করুন
৬. এবার আপনার ই-মেইল ইনবক্সে দেখুন ২টি নতুন ই-মেইল এসেছে, তার ভিতর ২য় টি অর্থাৎ যেটি পরে এসেছে সেটি ফলো করে ই-মেইল ভেরিফাই করে নিন।
৭. এবার আপনার ই-মেইল আর কফার্মেশন মেইলে পাওয়া পাসওয়ার্ড দিয়ে ওই পেজের নিচে থাকা লগিন বক্স থেকেই লগিন করুন।
অভিনন্দন্দন! আপনি সফল হয়েছেন।
এবার নিজের মতো ডোমেইন প্যানেলে গিয়ে url forwarding, dns অথবা A pointing সিস্টেমে ডোমেইন সেটআপ করে নিন।
আর উপভোগ করুন আজীবন মেয়াদের DoT.TK ডোমেইন।
..আরো কিছু জানার থাকলে এখানে কমেন্ট করুন..
সবশেষে আমার নতুন সাইট LifeBD24.COM টি বুকমার্ক করে রাখার আর নিয়মিত ভিজিট করার দাবি রেখে আজকের মত বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ

Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...