Translate

এন্ড্রয়েডের সিক্রেট কোড বা চিটকোড

অনেক দিন পর পোস্ট লিখতে বসলাম । আশা করি পোস্ট টা সবার ভাল লাগবে ।
এন্ড্রয়েড হচ্ছে জনপ্রিয় একটি মোবাইলের OS বা Operating system । নীচে এই এন্ড্রয়েডের কয়েকটি চিটকোড দিলাম । আশা করি আপনাদের ভাল লাগবে ।
১. আপনার মোবাইলের সকল তথ্য জানতে —- *#*#4636#*#* ( Displays Phone Information, Battery Information, Battery History& Usage Statistics ). 
01 ২. ফ্যাক্টোরী ডেটা রিসেট করার জন্য (For Factory DATA Reset) —- *#*#7780#*#* নোটঃ এটি সিলেক্ট করলে আপনার সকল ইন্সটল করা সফট চলে যাবে এবং সেই সাথে চলে যাবে মেমরী কার্ডের ডেটা (screenshot)
02 ৩.  এন্ড্রয়েড ডিভাইস ফরম্যাট করতে —- *2767*3855# নোটঃ মনে রাখবেন এই কোড দেয়ার সাথে সাথে আপনার মোবাইল ফরম্যাট হয়ে যাবে এবং এই ফরম্যাটং বন্ধ করার কোন পথ নাই। তাই ভেবে চিন্তে ব্যাবহার করবেন। খেয়াল করবেন স্ক্রিনশটে কোড এর শেষে  * দেয়া আছে ওখানে  # হবে। রিস্ক না নিয়ে স্ক্রিনশট নেয়ার জন্য আমি * ব্যবহার করেছি।
03 ৪. ফোন ক্যামেরা আপডেট —- *#*#34971539#*#* নোটঃ ( Update camera firmware in image, Update camera firmware in SD card, Displays camera firmware version, Getfirmware update count )

04 ৫. সার্ভিস মুড এ যাবার জন্য (To use phone in Service Mode) —- *#*#197328640#*#*
05 ৬. ফাইলের ব্যাকআপ নিতে —- *#*#273283*255* ­663282*#*#*
06 ৭. বিভিন্ন টেস্ট কোডঃ   এলসিডি (LCD) টেস্ট —- *#*#0*#*#*
07-01 র‍্যাম (RAM) এর ভার্সন (version) —- *#*#3264#*#*
07-02 টাচ্‌স্ক্রিন এর ভার্সন —- *#*#2663#*#*
07-03 ভাইব্রেসন ও ব্যাকলাইট টেস্ট (Vibration and Backlight Test) —- *#*#0842#*#*
07-04 টাচ্‌স্ক্রিন টেস্ট —- *#*#2664#*#*
07-05 সেন্সর (Sensor) টেস্ট —- *#*#0588#*#*
07-06 ৮. ফার্মওয়্যার (Firmware) ভার্সন ও ইনফরমেশন এর জন্য —-
*#*#4986*265046 ­8#*#* ( PDA, Phone, H/W, RFCallDate )
*#*#2222#*#* ( FTA HW Version )
*#*#44336#*#* ( PDA, Phone, CSC, Build Time, Change List Number )
08 আশা করি পোস্ট টা ভাল লেগেছে। সময় থাকলে অবশ্যই ফেসবুকে আমাদের পেজ থেকে ঘুরে আসতে ভুলবেন না । ধন্যবাদ
Banner

Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...