Translate

ব্লগের পোস্ট পারমালিঙ্ক


আজ আমি পারমালিঙ্ক সম্পর্কে বিস্তারিত বলব।

পারমালিঙ্ক কি?

Permalink বা Permanent Link বাংলাই যাকে স্থায়ী সংযুক্তি(লিঙ্ক) বলে।একে পারমালিঙ্ক বলা হয় এই কারনে যে এটি কোন লেখা পোস্ট করা হয়ে গেলে এটির সাথে যে লিঙ্ক তৈরি হয় সেটি আর পরিবর্তন করা যায় না।তাই অবশ্যই পোস্ট করার সময় ভালো ভাবে দেখে নিতে হবে লিঙ্ক ঠিক আছে কি না।তবে যারা ইংলিশ ব্লগ করেন তাদের ক্ষেত্রে তেমন কোন সমস্যা হয়না কারন এটি সাধারনত পোস্টের টাইটেলের সাথে মিল করে লিঙ্ক তৈরি করে কিন্তু বাংলার ক্ষেত্রে এটি অটো লিঙ্ক তৈরি করে নিতে পারে না।তাই যদি আপনি বাংলাতে পোস্ট করেন তাহলে অবশ্যই লিঙ্ক দেখতে হবে।

পারমালিঙ্কের প্রকারভেদঃ

পারমালিঙ্ক দুই প্রকারঃ
১।অটোমেটিক পারমালিঙ্কঃসাধারনত এটিই সিলেক্ট করা থাকে।অটো সিলেক্ট করা থাকলে পোস্টের টাইটেলের সাথে মিল রেখে লিঙ্ক তৈরি হয়ে যাবে।যদি টাইটেল বাংলাই হয় তবে সেটি অটো নেবে তবে লিঙ্কটি হবে এমন http://www.blogtipsnticks.com/2013/11/blog-post_24.html
আর যদি ইংলিশ হয় তবে তো আর এমন হবে না তাহলে সেটি হবে http://www.blogtipsnticks.com/2013/11/blogger-post-permalink.html

২।কাস্টম পারমালিঙ্কঃ কাস্টম সাধারনত সিলেক্ট করা থাকে না এটি সিলেক্ট করে নিতে হয়।কাস্টম সিলেক্ট করে আপনি আপনার পছন্দ মত লিঙ্ক তৈরি করে দিতে পারবেন।যদি বাংলাই ব্লগ করেন তবে অবশ্যই কাস্টম সিলেক্ট করে লিঙ্ক তৈরি করে দেবেন।

কিভাবে পারমালিঙ্ক পরিবর্তন করবেনঃ

পারমালিঙ্ক পরিবর্তন করার জন্য আপনি কোন পোস্ট লিখুন তার টাইটেল দিন।এবার ডান পাশে দেখুন Links লেখা আছে।


এখানে ক্লিক করুন দেখুন দুইটা অপশন আছে এখান থেকে কাস্টম পারমালিঙ্ক সিলেক্ট করুন এবার আপনার পোস্টের টাইটেলের সাথে মিল রেখে বা আপনার পছন্দমত কোন লিঙ্ক তৈরি করুন।


এবার Done এ ক্লিক করুন তাহলে পোস্টের পারমালিঙ্কটি তৈরি
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...