প্রিয় বন্ধুরা আপনাদের যাদের কম্পিউটার
পাসওয়ার্ড প্রটেক্ট করে রাখতে হয় তাদের জন্য আমার আজকের এই প্রেসক্রিপসন
মহা মূল্যবান। আজকে আমি আপনাদের দেখাব কি করে আপনি আপনার উইন্ডোজ ৮
অপারেটিং সিস্টেমটি ছবি পাসওয়ার্ড দিয়ে লক করবেন। তাহলে চলুন জেনে নিন
কিভাবে করবেনঃ
প্রথমে আপনাকে যা করতে হবে
আপনার পছন্দের একটি ছবি নির্বাচন করতে হবে যেটিতে আপনি লক ব্যাবহার করবেন।
তারপর আপনার মাউস কোর্সরটি লেফট আপ কর্নার এ নিয়ে যান এবং সেখান থেকে
সেটিংস এ যান। তারপর নিচে দেখবেন পিসি সেটিংস আছে সেখানে ক্লিক করুন। তারপর
ইউজারস সিলেক্ট করুন এখন আপনি দেখতে পারবেন সাইন ইন অপশন নামে একটি ট্যাব এ
দেখতে পারবেন ক্রিয়েট এ পিকচার পাসওয়ার্ড এখানে ক্লিক করুন। এবার আপনি
আপনার কম্পিউটার এ কোন পাস ওয়ার্ড আগে ব্যাবহার করে থাকলে তা দিতে বলবে।
দয়া করে পাস ওয়ার্ড দিন এবং এবার আপনাকে আপনার কাঙ্ক্ষিত ছবিটি নির্বাচন
করতে হবে। তারপর আপনাকে সেই ছবিটির মধ্যে এমন একটি জায়গা বেছে নিতে হবে
যেখানে ক্লিক করে আপনি আপনার কম্পিউটার এর লক আনলক করতে পারবেন।
আবার
আপনি যদি চান আপনার পিসিতে আপাদত পাস ওয়ার্ড প্রটেকশন লাগবে না তাহলে দয়া
করে ইউজার মেনুতেই নিচে দেখবেন এর জন্য একটি অপশন আছে। Any user who has a
password must enter it when walking pc এই লিখার নিচে দেখবেন change নামক
একটি বাটন আছেন দয়া করে এটিতে ক্লিক করুন আশাকরি বদলে যাবে। আবার আপনি যখন
আপনার কম্পিউটার এ লক সিস্টেম আনতে চান আবার সেই change বাটন প্রেস করে
আগের মত পাস ওয়ার্ড ফিরিয়ে আনতে পারবেন। এবার restart দিয়ে আপনার কম্পিউটার
এর পাস ওয়ার্ড চেক করে নিন।
[বিঃদ্রঃ যদি আপনি এমন কোন পাস ওয়ার্ড দেন যেটি আপনারই মনে থাকবে না এর জন্য আমরা দায়ি থাকব না।]
বন্ধুরা আজকের এই প্রেসক্রিপসন যদি কাজে লাগে দয়া করে কমেন্ট এ জানাবেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...