সিম রেজিষ্ট্রেশনে যা লাগবে
ক) আপনার ভোটার আইডি কার্ডখ ) আপনার মোবাইল থেকে ফ্রি এসএমএস পাঠাতে হবে
সিম রেজিষ্ট্রেশনে যে সকল সুবিধা পাবেন
ক) আপনার সিমটি কোন কারণে হারিয়ে গেলে সহজেই তুলে নিতে পারবেনথ) মোবাইল ব্যাংকিং সহ অন্যান্য গুরুত্বপুর্ণ তথ্য আপনার রেজিষ্ট্রেশনের কারনে খুব সহজেই হালনাগাদ করতে পারবেন ।
মুলত বাংলাদেশ সরকার মোবাইলে বিভিন্ন অপরাধ প্রবনতা বেড়ে যাওয়ায় এই সিম রেজিষ্ট্রেশন চালু করেছে। অবৈধ বা বিনা নিবন্ধিত সিমগুলো বন্ধ করে দেওয়া হবে । তাই দেরী না করে আজই রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন ।
সিম রেজিষ্ট্রেশনের পদ্ধতি
গ্রামীনফোন, এয়ারটেল, রবি , টেলিটক অর্থ্যাত জিএসএম কোম্পানি সবগুলোর সিম রেজিষ্ট্রেশন পদ্ধতি একই । তবে সতর্কতার বিষয় হচ্ছে একটি ভোটার আইডি কার্ড দিয়ে ৫ টি রেজিষ্ট্রেশন করতে পারবেন ।রেজিষ্ট্রেশনের জন্য প্রথমে জাতীয় পরিচয়পত্রের নাম্বার, জন্ম তারিখ, নাম লিখে এসএমএস পাঠাতে হবে ১৬০০ নাম্বারে।
xxxxxxxxxxxxx, 09 Oct 1988, YOURNAME send 1600
আর আপনি যদি সিটিসেলের গ্রাহক হন তাহলে প্রথমে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন U (স্পেস) জাতীয় পরিচয়পত্রের নম্বর, পরিচয়পত্র অনুযায়ী আপনার জন্ম তারিখ এবং আপনার পূর্ণ নাম। এরপর তা পাঠিয়ে দিন ১৬০০ নম্বরে।
এস.এম.এসের মাধ্যমে সিম নিবন্ধন এখন পর্যন্ত কোন অপারেটর চালু করে নি। চলতি সপ্তাহে অনলাইন বা এস.এম.এসে সিম নিবন্ধন করার সুবিধা চালু করবে গ্রামীণফোন । আর আগামী ১৫ অক্টোবর এই সেবা চালু করবে রবি । অন্য অপারেটররা শীঘ্রই অফলাইনের পাশাপাশি অনলাইনে বা এস.এম.এসে সিম নিবন্ধন করার সুবিধা চালু করবে।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...