Translate

উইন্ডোজ এক্সপির জন্য নিয়ে নিন উইন্ডোজ 8 এর থিম (ট্রান্সপারেন্সি সহ)


windows-xp-wallpapers
অনেক ইচ্ছে আছে! তবে পিসি গতির মোটেই ভাল নয়! তাই উইন্ডোজ ৮ চালাতে পারি না! আরে ৭ ই তো চলে খুউউউউউউব ধীরে ধীরে! আহা রে! :(
জ্বী! ঠিক আপনাদেরই জন্য আমি নিয়ে এলাম উইন্ডোজ ৮ এর থিম শুধুমাত্র উইন্ডোজ এক্সপির জন্য। থিমকে আরো সুন্দর করেছে ট্রান্সপারেন্সি প্যাক! :)
আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শুধুমাত্র উইন্ডোজ ৮ এর থিম। কোনো ট্রান্সফরমেশন প্যাক নয়।
দুধের স্বাদ ঘোলে মেটান এটি দিয়ে!!
স্টেপস:
১। জিপ ফাইলটি ডাউনলোড করুন:
http://www.ziddu(dot)com/download/22060055/win8.zip.html —((ডট) এর জায়গায় শুধু . দিবেন।)
২। জিপ ফাইলের ভিতর একটি ফাইল এবং একটি ফোল্ডার পাবেন।
৩। এই দুটি আইটেমকে C:\WINDOWS\Resources\Themes এই ফোল্ডারে কপি পেষ্ট করুন।
৪। এবার পিসি রিষ্টার্ট দিন। এরপর রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিস অপশনে যান। এখানে থিম মেনু থেকে উইন্ডোজ ৮ সিলেক্ট করে ওকে ক্লিক করে বেরিয়ে আসুন।
উইন্ডোজ ৮ এর থিম একটিভ হবে।
এবার ট্রান্সপারেন্সির পালা।
ট্রান্সপারেন্সি ইফেক্ট (টাইটেল বার টি ঝাপসা ইফেক্ট) দেওয়ার জন্য নিচের ফাইলটি ডাউনলোড করুন:
http://www.ziddu(dot)com/download/22060121/TrueTransparency.zip.htm —– ((ডট) এর জায়গায় শুধু . দিবেন।)
১। আনজিপ করে আপনার পিসির যেকোন একটি সুরক্ষিত জায়গা রাখুন।
২। ফোল্ডারে যান। ট্রু ট্রান্সপারেন্সি প্রোগ্রামে ক্লিক করুন।
৩। এবার টাস্কবারের এই আইকনে ক্লিক করুন।
৪। এখানে রান এট স্টার্টআপ অপশনটি টিক দিয়ে রাখুন।
কাজ শেষ!
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...