Translate

কেমন হয় যদি আপনার পিসি লক করা যায় একটি শর্টকাটের মাধ্যমে? মজার টিউন!!!

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারো হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে। আজ আপনাদের দেখা কিভাবে একটি শর্টকাট বানিয়ে সেটা দিয়ে পিসি লক করা যায়। টিউনটি অনেক ছোট কিন্তু অনেক মজার, আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি। আগেই বলে রাখি এরকম টিউন আগে হয়ে থাকলে নিজ গুনে ক্ষমা করবেন।
তো চলুন শুরু করা যাক......
  1. প্রথমে আপনার ডেস্কটপের খালি জায়গায় right বাটনে ক্লিক করে new>shortcut ক্লিক করুন।
  2. এবার একটি ডায়ালগ বক্স আসবে সেখান Type the location of the item বক্সে নিচে কোডটি বসান ঠিক নিচের চিত্রের মত।
rundll32 user32.dll,LockWorkStation

3. এবার next বাটনে ক্লিক করে shortcut name বক্সে আপনার  ইচ্ছেমত নাম দিয়ে(না দিলেও চলবে) finish বাটনে ক্লিক করুন।
ব্যাস! আপনার শর্টকাট তৈরি হয়ে গেছে। এবার এই শর্টকাটের উপর ডাবল ক্লিক করুন আর দেখুন ম্যাজিক!
কি? লক হয়েছে আপনার কম্পিউটার?
আপনি চাইলে এই শর্টকাটটি আপনার কুইক লাঞ্চ টুলবারেও যোগ করে নিতে পারেন।
 আবার আনলক করতে আপনার আইডির পাসওয়ার্ড দিন ব্যাস আনলক হয়ে যাবে।
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...