১২টি রাশির জাতক-জাতিকাদের বিষয়ে নীচে উল্লেখ করা হলোঃ
মেষ পুরুষ-মেষ নারী
মেষ রাশির পুরুষ ও মেষ রাশির নারীর বন্ধুত্ব, প্রেম ও বিবাহ শুভ হয় । একই অক্ষের নারী-পুরুষ হওয়ায় এ দু রাশির জাতক-জাতিকার বোঝাপড়া হয় ভাল।
মেষ পুরুষ-বৃষ নারী
বৃষ রাশির নারীরা সাধারনত জেদী হয়। মেষ এর বীপরিত চরিত্র হওয়ায় বৃষ রাশির নারীদের সাথে দ্বন্দ লাগতেই পারে। তবে দুজনের মধ্যে একবার বোঝাপড়া হলে এদের সম্পর্ক গভীর হতে পারে।
মেষ পুরুষ-মিথুন নারী
মেষ পুরুষ একটু অহংকারী আবার সাদা মনের মানুষ। মিথুন রাশির নারীরা সাধারনত একটু রোমান্টিক হয় এতে করে মেষ পুরুষরা এ রাশির নারীদের সন্দেহ করতেই পারে। সে ক্ষেত্রে প্রিয় পাঠক বুঝতেই তো পারছেন এদের প্রেম, বন্ধুত্ব ও বিবাহ কেমন হবে।
মেষ পুরুষ-কর্কট নারী
কর্কট নারীরা সাধারনত আত্মকেদ্রিক হয়। মেষ পুরুষ এর সাথে মিলে গেলে এদের সাথে বোঝাপড়া ভালোই হয়।
মেষ পুরুষ-সিংহ নারী
মেষ পুরুষের সাথে সিংহ নারীদের একবার বোঝাপড়া হয়ে গেলে এদের সংসার সুখের হয়। দু রাশির নারী/পুরুষ ব্যক্তিত্ব প্রবল হওয়ায় অনেক ক্ষেত্রে গন্ডগোল হয়।
মেষ পুরুষ-কন্যা নারী
কন্য রাশির নারীরা সাধারনত প্রেম ভালবাসায় পটু হয়ে থাকে সেক্ষেত্রে মেষ রাশির জাতকের সাথে ভালো বোঝাপড়া না হলে গন্ডগোল দেখা দিতে পারে।
মেষ পুরুষ-তুলা নারী
তুলা রাশির নারীরা সাধারনত জ্ঞানী ও সুন্দরী হয়। মেষ রাশর জাতক তার স্বভাবতই তার উপর আধিপত্ব বিস্তার করতে চাইলে দুজনে গন্ডগোল দেখা দিতে পারে। তবে মানিয়ে গেলে সংসার সুখের হয়।
মেষ পুরুষ-বৃশ্চিক নারী
বৃশ্চিক রাশর অধিপতি গ্রহ মঙ্গল। এ রাশির জাতক-জাতিকা সাধারনত নিজেদের মত ক্ষনিকেই পরিবর্তন করে। মেষ রাশির পুষের স্বভাবের সাথে মিল হওয়ায় এদের সাথে প্রায়ই মতের মিল হয়। ভুলবুঝাবুঝিতে সম্পর্ক বিচ্ছেদ হতে সময় লাগে না।
মেষ পুরুষ-ধনু নারী
মেষ পুরুষের ধনু রাশির নারীর সাধারনত সম্পর্ক, প্রেম ও বিয়ে শুভ হয়।
মেষ পুরুষ-মকর নারী
মেষ পুরুষের সাথে মকররাশির নারীর সম্পর্ক খুব ভালো হয়। মকর রাশির নারীরা মেষ সাথে খুব সহজেই মানিয়ে চলতে পারে।
মেষ পুরুষ-কুম্ভু নারী
কুম্ভু নারীরা সাধারনত কড়া মেজাজের হয়ে থাকে। মেষ পুরুষ তাদের উপর আধিপত্ব প্রয়োগ করতে চাইলে অনেক সময় গন্ডগোল লেগে যায়।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...