বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ গবেষণা কেন্দ্র “নাসা” এই প্রোজেক্ট টিকে খুব গুরুত্তের সাথে নিয়েছে এবং তারা এখন কাজ করছে যে, কিভাবে এটি খুব দ্রুত বাজারে ছাড়া যায়। ইতিমধ্যে তারা উদ্যোক্তা প্রতিষ্ঠানের সাথে চুক্তি বদ্ধ হয়ে নতুন ২০ টি ইলেকট্রিক প্লেন তৈরি করার কথা ভাবছে।
ইলেকট্রিক প্লেন টি এর আগে টেস্ট ড্রাইভে প্রমান করেছে যে এটি অন্যান্য ফুয়েল বা জ্বালানি ব্যাবহার করে এমন প্লেনের থেকে ৫ গুন সাশ্রয়ী। এটি ২জন যাত্রী নিয়ে ২০০ মাইল (নিউওয়ার্ক সিটি – বোস্টন) পারি দিতে সক্ষম এবং এই যাত্রায় সে খরচ করবে মাত্র ৫০ কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ। যেটির খরচ গ্যাসোলিনের তুননায় ৫ গুন কম।
নমনীয়তা – এই বিমানে প্রতিটি মোটরের সাথে একটি করে পাখা অ্যাড করা আছে ঠিক হেলিকপ্টারের মত। আর এই পাখা বা মোটরগুলা ইচ্ছা মত ঘুরতে পারবে এবং প্লেনটিকে সামনে পিছে, ডানে বায়ে যেতে সাহায্য করবে।
নিয়ন্ত্রণ ব্যাবস্থা- কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেমের মাধ্যমে প্রতিটি মোটরকে সেকেন্ডে ৪০০০ বার অপ্টিমাইজ করা হবে যাতে করে প্লেনটির কন্ট্রোল, কম্পন, আওয়াজ ইত্যাদি বিষয়ে আরও উন্নতি করা যায়।
*** সহসা বাংলাদেশে এটি আসার কোন সম্ভবনা না থাকলেও দেশের রাস্তায় যেমন জ্যাম পরে তাতে আমাদের জন্য এটি খুব বেশি দরকারি একটি বাহন হতে পারে এবং সেটি যদি কম টাকায় মচমচে ভাজার মত হয় তাহলে তো কথাই নেই।
সূত্রঃ ইন্টারনেট।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...