Translate

আপনার সাইটের জন্যও তৈরী করুন টেকটিউন্সের মতো হেল্পডেস্ক

(আল্লাহ সর্বশক্তিমান)আসসালামু ওয়ালাইকুম.
আমি আবারও হাজির আপনাদের সামনে। পোস্টটিতে কোন ভুল হলে ক্ষমার চোখে দেখবেন। কাজের কথায় আসি
অনেকে হয়তো প্রয়োজনে-অপ্রয়োজনে টেকটিউন্স হেল্প ডেস্কের স্বরণাপন্ন হয়েছেন।
এই হেল্প ডেস্কটির মেনেজমেন্ট খুবই সুন্দর ও নির্ভেজাল। সবাই খুব সহজেই এটা বুঝতে পারে
এবং টেকটিউন্সকে নানা বিষয়ে অবগত করে।
অনেকে হয়তো নিজের সাইটের জন্য এরকম হেল্প ডেস্ক তৈরী করার কথা ভাবছেন।
তাহলে শুরু করা যাক

১ম ধাপঃ

প্রথমে এই লিংকে যান
এরকম পেজ দেখতে পাচ্ছেন তাই না?

২য় ধাপঃ

১। তারপর প্রথম ঘরে আপনার ইমেইল এড্রেসটি লিখুন
২। ২য় ঘরে Alias এ আপনার সাইটের নাম লিখুন (অর্থাত যেটা আপনার url এড্রেস হবে)
৩। Name এর ঘরে আপনার সাইটের অথবা কোম্পানীর নাম দিন।
৪। URL এর ঘরে আপনার ওয়েবসাইট এর এড্রেসটি লিখুন http:// সহকারে।
অতঃপর ADD Project বাটনটিতে ক্লিক করুন।

বাহ্ আপনি তৈরী করে ফেললেন। আপনি এখন আপনার প্রোফাইলে। এখান থেকে আপনি আপনার ডেস্ক এর কাস্টমাইজ করুন।
তারপর দেখুন টেকটিউনসের সাথে মিলেছে কিনা?
পোস্টটি ভালো লাগলে মন্তব্য করতে ভুলবেননা কিন্তু।
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...