ডাউনলোড লিংক:
- কম্পুকানাদের জন্য Tor Browser Bundle
- পছন্দের ব্রাউজারে ব্যবহার উপযোগী Tor Bundle
Tor: ডাউনলোড ও ব্যবহারবিধি
সহজতম পদ্ধতি: কম্পুকানাদের জন্যকম্পুকানারা Tor Browser Bundle ডাউনলোড করে নিন। ফাইলটির আকার ১৫.২ মেগাবাইট। ধীরগতির ইন্টারনেটে বেশ খানিকটা সময় লাগবে তাতে।
ডাউনলোড শেষ হবার পর ফাইলটিকে (tor-browser-1.3.6_en-US.exe) ডাবল ক্লিক করে রান করান।
পছন্দসই স্থানে এক্সট্র্যাক্ট (Extract এর বাংলা প্রতিশব্দ কী?) করুন।
Start Tor Browser ফাইলটি চালু করুন। Vidalia Control Panel নামে একটা উইন্ডো খুলবে।
অপেক্ষা করুন। Tor নেটওয়ার্কে সংযুক্ত হবার পর সবুজ বারটি বদলে একটি সবজেটে পেঁয়াজের ছবি আসবে এবং “Connected to the Tor network”! মেসেজটি দেখাবে। Tor নেটওয়ার্কে সংযুক্ত হবার পর স্বয়ংক্রিয় ভাবে ফায়ারফক্স খুলবে এবং সেখানে লেখা থাকবে Congratulations! You are using Tor.
এবার মনের আনন্দে ব্রাউজ করতে থাকুন যা খুশি তাই। যেহেতু ইন্সটলেশনের ঝামেলা নেই তাই ফোল্ডারটি কপি করে নিন ইউএসবি ড্রাইভে এবং যখন খুশি যেখানে খুশি ব্যবহার করুন।
পছন্দের ব্রাউজারে Tor ব্যবহার পদ্ধতি
আপনার কম্পিউটারে যদি আগে থেকেই ফায়ারফক্স ব্রাউজার ইন্সটল করা থাকে তাহলে এই পদ্ধতিটি সুবিধাজনক।
প্রথমে Tor Project সাইট থেকে Tor Bundle টি ডাউনলোড করে নিন। তারপর ফাইলটি ইন্সটল করে নিন। ইন্সটলেশন সম্পন্ন হওয়ার পর সফটঅয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে রান করবে এবং আপনি Vidalia Control Panel দেখতে পাবেন।
অপেক্ষা করুন। Tor নেটওয়ার্কে সংযুক্ত হবার পর সবুজ দাগটির বদলে একটি সবজেটে পেঁয়াজের ছবি আসবে এবং “Connected to the Tor network”! মেসেজটি দেখাবে।
এবার ফায়ারফক্স চালু করুন। দেখবেন ফায়ারফক্স Torbutton নামের একটি এক্সটেনশন ইন্সটল করার অনুমতি চাইছে। অনুমতি দিন। এক্সটেনশনটি ইন্সটল হয়ে যাবার পর ব্রাউজার বন্ধ করে পূনরায় চালু করুন। ব্রাউজার চালু হবার পর খেয়াল করলে দেখবেন ব্রাউজারের নিচের দিকের ডান কোনায় সবুজ কালিতে Tor Enabled লেখা রয়েছে। এখন আপনার ব্রাউজার Tor নেটওয়ার্ক ব্যবহার করছে।
কোন সাইট সরাসরি ব্রা্উজ করতে চাইলে Tor Enabled লেখাটিতে একবার ক্লিক করুন। দেখবেন Tor Disable হয়ে গেছে।
ইন্টারনেট এক্সপ্লোরারে Tor ব্যবহার পদ্ধতি
ইন্টারনেট এক্সপ্লোরারে Tor ব্যবহার করতে চাইলে সামান্য কষ্ট করতে হবে। প্রথমেই টাস্কবারে দেখে নিন Vidalia Control Panel চালু আছে কি না। যদি চালু না থাকে তাহলে Start Menu থেকে All Programs হয়ে Vidalia Bundle খুঁজে বের করে Vidalia চালু করুন। খেয়াল করলে দেখবেন স্ট্যাটাসবারে সবুজ একটি পেঁয়াজের আইকন যুক্ত হয়েছে।
এবার ইন্টারনেট এক্সপ্লোরার চালু করে Tools মেনু থেকে Internet Options এ যান। একটি নতুন উইণ্ডো খুলবে। লক্ষ্য করলে দেখবেন উইণ্ডোর একেবারে উপরের দিকে General, Security, Privacy সহ আরো কিছু ট্যাব আছে।
Connections ট্যাবটিতে ক্লিক করুন। নিচের দিকে ডান কোনায় দেখবেন Lan Settings (আপনি যদি টেলিফোনের মাধ্যমে ডায়াল আপ ইন্টারনেট ব্যবহার করেন তাহলে লিস্ট থেকে আপনার কানেকশনটি সিলেক্ট করে ডান দিকের Settings এ ক্লিক করুন।)
Lan Settings উইন্ডো খোলার পর Use a proxy server for your lan (these settings will not apply to dial–up or VPN connections)এর বাম দিকের বক্সটিতে ক্লিক করে টিক চিহ্ন দিন। এবার ডানদিকের Advanced বাটনটিতে ক্লিক করুন।
নতুন উইন্ডোতে নিচের তথ্য গুলো যোগ করে Ok চাপুন।
এবার মনের সুখে ব্রাউজ করতে থাকুন।
আগামী পর্বগুলোতে Http Proxy, Virtual Private Networking, web–based CGI, PhProxy, Glype ইত্যাদির ব্যবহার পদ্ধতি, কোথা থেকে প্রক্সিগুলো জোগাড় করবেন, কীভাবে ব্যবহারোপযোগী প্রক্সি খুঁজে বের করবেন ইত্যাদি আলোচনা করার ইচ্ছা পোষণ করছি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...