ব্লগ নিয়ে ধারাবাহিক পর্বের এটা দশম পর্ব।
পর্ব -১ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন (মেগা টিউন)
পর্ব -২ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন
পর্ব -৩ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন ( মেগা টিউন)
পর্ব -৪ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন
পর্ব -৫ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন (মেগা টিউন) [এ পর্বটা মিস করবেন না]
পর্ব -৬ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন (গেমা টিউন)
পর্ব -৭ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন ( মেগা টিউন)
পর্ব -৮ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন
পর্ব -৯ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন
পর্ব -১০ এর টিউন টি দেখার জন্য এখানে ক্লিক করুন
আজ আমি দেখাব কিভাবে ব্লগে বা ওয়েবসাইটএ visitor ধরে রাখতে হয়। এই কাজটা করা খুব সোজা । এটা হল কুইজ তৈরি করার যাথেকে ভিসিটর এই কুইজ অংশগ্রহন করতে পারবে করা রেজিস্ট্রেশান ছাড়া । আর কুইজ টা আমন হবে যে ভিসিটর আসতে ১০০% বাধ্য থাকবে। তাই এই টিউন টি মিস করবেন না । তাহলে দেখুন কিভাবে করতে হয়???
যারা আমার টিউন গুলো নিয়মিত পড়েন তারা নিচ্চই জানেন যে কিভাবে feedback বাটন তৈরি করতে হয় । আর যদি না জানেন তাহলে পর্ব ৬ এর টিউন টি দেখুন । যাই হক আবার আলোচনা করবো jotform নিয়ে। যাদের jotform অ্যাকাউন্ট আছে তারা jotform এ সাইন করুন। না থাকলে সাইন আপ করুন। সাইন ইন করার পর my formsএ ক্লিক করুন তারপর new form এ ক্লিক করুন। তারপর black formএ টিক দিয়ে continue এ ক্লিক করুন।
তারপর নিচের ছবির মতো একটা পেজ আসবে। ওখান থেকে Heading-এ ক্লিক করুন তারপর তিনবার Text Box-এ ক্লিক করুন।
এখন ফর্মটির বামপাশ থেকে ৫ টি অথবা ১০ টি check Box-এ ক্লিক করুন। করলে এরকম হবে
এখন প্রশ্ন করার কাজ শেষ । এখন কাজ হল design করা। এখন ফর্মটির উপরে দেখুন Form Style ক্লিক করলে Themes লেখা আসবে। এখন themes-এ ক্লিক করুন। তারপর বামপাশ থেকে আপনার পছন্দের themeটি নির্বাচন করুন। নিচের ছবির মতো।
এখন আপনার ব্লগে ফিরে যান । তারপর Add a gadget থেকে HTML/JavaScript সিলেক্ট করন তারপর Source Code থেকে কপি করা কোড গুলো past করে দেন । তারপর সেভ করুন।
তারপর Gadget/sidebar/Widget টি পোস্ট-এর নিচে অথবা আপনার প্রছন্দের জায়গায় স্থাপন করুন। তারপর সেভ করুন । এখন আপনার ব্লগ টি অপের করুন। দেখবেন কুইজ ফর্ম টি শো হয়েছে। এখন আসুন ফর্মটি আর একটু এডিট করা যাক । এডিট করার আগে আপনি ব্লগ থেকে একটি new page তৈরি করুন। কিভাবে new page বানাবেন? আপনার ব্লগার posting থেকে Edit Pages থেকে নিউ পেজ বানেতে পারবেন। এখন আসা যান ফর্ম টি এডিট করার কাজে। ফর্মটি উপরে Setup & Embedএ ক্লিক করুন। তারপর thank you-এ ক্লিক করুন। তারপর এ রকম একটি পেজ আসবে । ওখানের সব লেখা ডিলিট করে দেন। তারপর লেখুন ---^-আর " এখানে ক্লিক করুন" এর জায়গায় অ্যাড করুন আপনি নতুন যে পেজ বানিয়েছেন তার লিংক । এটা হলে ফর্ম টি submit করার পরের ওয়েলকাম বার্তা ।
আমি একটি কুইজ ফর্ম বানিয়েছি। দয়াকরে সবাই আমার কুইজে অংশগ্রহন করবেন। অংশগ্রহন করার জন্য এখানে ক্লিক করুন অথবা এখানে ক্লিক করুন
যারা নেট নতুন ব্যাবহার করছেন তাদের কাজ এখানেই শেষ। এখন যে কাউ আপনার ফর্মটি-তে উত্তর দিলে আপনার মেইল-এ চলে যাবে ভিসিটর কি উত্তর দিয়েছে। এখন যারা নেট ব্যাবহার করতে expert তারা jotformটি আড়ও অনেক কিছু তৈরি এবং এডিট করতে পারবেন। jotform-এ আছে Survey Tools, Power Tools, Payment Tools . যাই হোক যারা এগুলো সম্পর্কে জানেন না তাদের জন্য এগুলো তিনটাই নিয়ে ২০ তম পর্বে আলোচনা করা হবে এবং বলা হবে এগুলো দিয়ে কি কি করা যায় ।
আজ এ পর্যন্ত । সবাই ভালো থাকবেন। আর এই টিউন টি একটুও ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো ব্লগ নিয়ে ১০০টি টিউন করার জন্য। আর আপনারা যদি বেশি বেশি কমেন্ট না করেন তাহলে মনে হয় আর বেশি টিউন করা হবে না।
সবাই ভালো থাকবেন সবসময় ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...