আসসালামুআলাইকুম ওরাহমাতু্ল্লাহি ওবারাকাতুহু
সুপ্রিয় টেকি ভাইয়েরা,
আশা করি সবাই ভালো আছেন,, টেকি আড্ডায় মেতে থাকলে কে না ভালো থাকে সবারই টিউনের মাঝে সাহস করে একটা করে ফেললাম আরকি তবে কোনো টেকি বিষয় নিয়ে নয়,, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি বহুল পরিচিত সফটওয়্যার। অনেকে এই সফটওয়্যার ব্যবহারও করছেন। এখন হয়তো বলবেন যে তাহলে কেনো আবারো এই সফটওয়্যার নিয়ে আসলাম। তার একটাই কারণ আর তা হচ্ছে এটি একেবারে লেটেস্ট। যেহেতু লেটেস্ট ভারসন সেহেতু এর গুনাবলি আর ব্যাখ্যা করা লাগবেনা, ব্যবহার করলেই বুঝতে পারবেন। সফটওয়্যারটি হচ্ছে Tera Copy এর লেটেস্ট ভার্সন। তবুও আপনাদের সামনে কিছু ফিচার তুলে ধরলাম
Features
সুপ্রিয় টেকি ভাইয়েরা,
আশা করি সবাই ভালো আছেন,, টেকি আড্ডায় মেতে থাকলে কে না ভালো থাকে সবারই টিউনের মাঝে সাহস করে একটা করে ফেললাম আরকি তবে কোনো টেকি বিষয় নিয়ে নয়,, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি বহুল পরিচিত সফটওয়্যার। অনেকে এই সফটওয়্যার ব্যবহারও করছেন। এখন হয়তো বলবেন যে তাহলে কেনো আবারো এই সফটওয়্যার নিয়ে আসলাম। তার একটাই কারণ আর তা হচ্ছে এটি একেবারে লেটেস্ট। যেহেতু লেটেস্ট ভারসন সেহেতু এর গুনাবলি আর ব্যাখ্যা করা লাগবেনা, ব্যবহার করলেই বুঝতে পারবেন। সফটওয়্যারটি হচ্ছে Tera Copy এর লেটেস্ট ভার্সন। তবুও আপনাদের সামনে কিছু ফিচার তুলে ধরলাম
Features
- Copy files faster
- Copy/move to favorite folders
- Select files with the same extension/same folder
- Remove selected files from the copy queue
- Pause and resume file transfers
- Error recovery
- Interactive file list
- Shell integration
- More features coming soon!
- File list (view only)
- Show files with errors only
Download TeraCopy
কিভাবে ইনস্টল করবেন (নিচের দাপগুলো পর্যায়ক্রমে সম্পূর্ন করুন) :
- আপনার নেট ডিসকানেক্ট করুন।
- ডাউনলোডকৃত র্যার ফোল্ডারটি Extract করুন।
- অন্যান্য সফটওয়্যারের মতো ইনস্টল প্রক্রিয়া শেষ করুন এবং অবশ্যই সফটওয়্যারটি Exit বা বন্ধ করুন।
- এবার এক্সটাক্টকৃত ফোল্ডারটিতে দেখুন Licence নামক একটি ফাইল রয়েছে, ঐ ফাইলটি কপি করুন এবং এই লোকেশনে পেস্ট করুন C:\Users\User\AppData\Roaming\TeraCopy। (এই লোকেশনটি যদি কেউ খুজে না পান তাহলে প্রথমে My Computer এ প্রবেশ করুন তারপর Local Disk C তে প্রবেশ করুন এরপর কম্পিউটারের উপরে ডানে একটি সার্চ বক্স দেখতে পাবেন এখন ঐ সার্চ বক্সে Teracopy লিখে সার্চ দিন এবং সার্চে আসা প্রথম ফোল্ডারটিতে প্রবেশ করুন এরপর ঐ ফোল্ডারে পেস্ট করুন)
- এ পর্যন্ত করতে পারলে আপনি কাজটি সম্পন্ন করতে পেরেছেন। এবার উপভোগ করুন TeraCopy_Pro_v3.0-Alpha-5 Version
আর হ্যা কোনো সমস্যা হলেতো টিউমেন্ট বক্স আছে,,, কোনো প্রকার সমস্যা হলে জানাবেন কিন্তু
Happy Copy-Paste
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...