আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করবো পিসি বা ল্যাপটপের ওয়াই-ফাই শেয়ার করার জন্য দারুন একটি সফটওয়্যার । সফটওয়্যারটির মাধ্যমে হটস্পট তৈরীর পাশাপাশি আপনার পিসির ওয়াই-ফাই কানেকশনকেও শেয়ার করতে পারবেন। সফটওয়্যারটির নাম My Wifi Router।
গুরুত্বপূর্ণ ফিচার সমূহ-
ডাউনলোড লিঙ্ক :- এখানে ক্লিক করুন ।।
ডাউনলোড করার নিয়ম –
আপনি যখন সফটওয়্যারটি চালু করবেন তখন নিচের মতো চিত্র দেখতে পাবেন। আপনার কাজ হলো আপনার হটস্পটের জন্য একটা নাম এবং পাসওয়ার্ড নির্বাচন করে একটিভেট ফ্রি ওয়াই-ফাই বাটন প্রেস করা।
এবার আসুন ভিডিও শেয়ারিং এর ব্যাপারটাতে, নিচের চিত্র দেখলেই সবকিছু আপনাদের বুঝতে পারার কথা। তবুও আমি কিছুটা বলে দেই-
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করবো পিসি বা ল্যাপটপের ওয়াই-ফাই শেয়ার করার জন্য দারুন একটি সফটওয়্যার । সফটওয়্যারটির মাধ্যমে হটস্পট তৈরীর পাশাপাশি আপনার পিসির ওয়াই-ফাই কানেকশনকেও শেয়ার করতে পারবেন। সফটওয়্যারটির নাম My Wifi Router।
গুরুত্বপূর্ণ ফিচার সমূহ-
- সব চেয়ে সহজ পদ্ধতিতে ওয়াই-ফাই হটস্পট তৈরী করা যায়। শুধুমাত্র তিনটি স্টেপ ফলো করতে হবে, ডাউনলোড, ইনস্টল এবং স্টার্ট হটস্পট।
- আপনার যেকোন একক ইন্টারনেট কানেকশন (LAN, Ethernet, Data-Card, 3G/4G, Wifi) শেয়ার করতে পারবেন আপনার আশেপাশে থাকা একাধিক ডিভাইসে।
- কানেকটেড যেকোন ডিভাইসকে ম্যানেজ করতে পারবেন খুব সহজেই। আপনার প্রয়োজনে তাদের জন্য স্পিড লিমিটেড করে দিতে পারবেন যা আমার কাছে মনে হয় এক অনন্য ফিচার।
- আপনার কম্পিউটারে রাখা ভিডিও খুব সহজেই আপনার ওফাই-ফাই রেঞ্জে থাকা সকল ডিভাইসে শেয়ার করতে পারবেন।
- সর্বশেষ যা করতে পারবেন সেটা হলো, আপনি চাইলেই যেকোন ওয়াই-ফাই নেটওয়ার্কের শক্তিশালী একটা এক্সটেনডেট কাভারেজ তৈরী করতে পারবেন। যেমন আমার রুমে ওয়াই-ফাই সিগনাল কম হলেও আমি আমার ল্যাপপের সাহায্যে আরও শক্তিশালী নেটওয়ার্ক তৈরী করতে পারছি। এভাবে আরও করা যাবে, বুঝতে পারছেন নিশ্চয়?
ডাউনলোড লিঙ্ক :- এখানে ক্লিক করুন ।।
ডাউনলোড করার নিয়ম –
আপনি যখন সফটওয়্যারটি চালু করবেন তখন নিচের মতো চিত্র দেখতে পাবেন। আপনার কাজ হলো আপনার হটস্পটের জন্য একটা নাম এবং পাসওয়ার্ড নির্বাচন করে একটিভেট ফ্রি ওয়াই-ফাই বাটন প্রেস করা।
এবার আসুন ভিডিও শেয়ারিং এর ব্যাপারটাতে, নিচের চিত্র দেখলেই সবকিছু আপনাদের বুঝতে পারার কথা। তবুও আমি কিছুটা বলে দেই-
- প্রথমে উপরের ট্যাব থেকে My Video সিলেক্ট করুন।
- আপনার ভিডিও গুলোর লোকেশন ব্রাউজ করে দেখিয়ে দিন।
- তারপর শুধু ভিডিও শেয়ারিং স্টার্ট করতে যতো দেরী। আশা করি বুঝতে পারছেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...