Translate

আপনে জানেন? আপনার কম্পিউটারে ২০% ইন্টারনট স্পিড কমানো আছে বাই ডিফল্ট ভাবে?

সরি আমি জানি না প্রথম পাতায় একের বেশি পোস্ট দেয়া যায় কি যায় না, যদি নিয়ম না থাকে আমি ডিলিট করে দিবো, কেউ পারলে একটু জানাবেন.ধন্যবাদ।যাই হোক শুরু করি।হাহা, আপনে হয়তো এখনো জানেন না যে, Microsoft windows গুলোতে আপনার আপনার কম্পিউটারে ২০% ইন্টারনেট স্পিড কমানো আছে বাই ডিফল্ট ভাবে। এই ২০% বেন্ডউইড Microsoft তাদের প্রডাক্ট আপডেট কারা জন্য রিসার্ভ করে রাখে, সেই জন্য আপনি বন্চিত হচ্ছেন ২০% কানেক্শন থেকে।কি আজব তাই না? তবে Microsoft আমাদেরকে বোকা মনে করলেও আমরাতো এত বোকা না, তাই না?
তাহলে চলেন, ফিরিয়ে আমি ২০% ব্যান্ডউইড।
১। Click – Run
Type – gpedit.msc
২। তারপর group policy editor অপেন হবে. তারপর এখানে যান –
Local Computer Policy / Computer Configuration / Administrative Templates / Network / QOS Packet Scheduler
৩।এখন ডান পাশে খেয়াল করুন এখানে ডাবল ক্লিক করুন “Limit Reservable bandwidth”. এখানে দেয়া আছে “is not configure”
এখন ডাবল ক্লিক করে সিলেক্ট করুন “ENABLE reservable bandwidth” এখন 0 দিয়ে দিন . তাহলে আপনার কম্পিউটারে আর ২০% স্পিড রিসার্ভ করা থাকবে না। সব বন্ধ করে বের হয়ে আসুন। নিভের ছবি দেখুন আরো ক্লিয়ার লাগবে।
কাজ হয়ে গেছে,সাবাই ভালো থাকুন পাশে থাকুন।
এযপলেইনে গেলে নিচের ছবির মত দেখতে পারবেন, ওখানেই সব বলা আছে, তাই আমাকে না বিশ্বাষ করলেও ওখানে দেখে নিতে পারেন।
Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...