Translate

বাংলাদেশের জমি জমা ও ভূমির পরিমাপ জানুন এবং শিখুন এই অ্যাপ থেকে!!!

শুরুতে সবাইকে আমার সালাম দিয়ে আজ আবার আপনাদের মাঝে ফিরে এলাম।  আসসালামুয়ালাইকুম, আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন। আপনার ভালো থাকাকে আরো ভালো করতে আজ আপনাদের জন্য নিয়ে এলাম জমি জমা ও ভূমির পরিমাপ জানা এবং শিখার এই অ্যাপ টি।  আমাদের চারপাশে বেশিরভাগ মানুষই সুধু জমি জমা সংক্রান্ত বিষয় নিয়েই দেন্দে জরিয়ে পরে আর এর বেশির ভাগ কারন না জানা এবং না বুঝার কারনে। তাই বলা তো যায়না কার কখন এই জমি জমা মাপ ঝোক এর প্রয়োজন হয়ে পরে। তাই আর দেরি নাকরে App ডাউনলোড করুন আর শেখা শুরু করুন এখন থেকেই।
প্রথমে নিচ থেকে Android App টি ডাউনলোড করে নিন –
Download Now
চলুন এই App টির  Screenshot দেখ নিই –
screen1 চলুন এই App টির কিছু বৈশিষ্ট্যও দেখ নিই –
– ইঞ্চি, ফুট ও গজ দিয়ে জমির মাপ।
– শতাংশ ও একরের হিসাব।
– কাঠা, বিঘা ও একর এর পরিমাপ।
– শিকল দিয়ে জমি মাপা এবং পদ্ধতি।
– বিঘা ও কাঠার হিসাব।
– বিভিন্ন অঞ্চলে চালু থাকা ভূমি মাপার কৌশল।
– জমির খতিয়ান এবং নকশা সম্পর্কে ধারনা।
অনলাইনের অনেক সূত্র থেকে সব তথ্য এক জায়গায় করার চেষ্টা করেছি এই অ্যাপে।
ভালো লাগলে বা যে কোন পয়োজনে টিউমেন্ট করুন।
ধন্যবাদ সবাইকে।  মানুষ মাত্রই ভুল হয় তাই কোন ভুল হলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। এখনকার মত এখানেই বিদায় নিচ্ছি কিছুখন পর আবার ফিরে আসব।

Share on Google Plus

About Unknown

    Blogger Comment
    Facebook Comment

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...