আপনার
এন্ড্রয়েড ফোন দিয়ে ফ্রি কল করুন পৃথিবীর যে কোন নম্বরে একদম ফ্রি। ভাবছেন
কিভাবে সম্ভব? আর এর মধ্যে কতটুকু সত্য বা মিথ্যা রয়েছে? উত্তর দিয়ে
দিচ্ছি। এর মধ্যে একদম মিথ্যা কথা নেই, এবং পুরোপুরি সত্য কথা। চলুন আর
বিলম্ব না করে আপনাকে শিখিয়ে দেই কিভাবে ফ্রি কল করবেন।
প্রথমেই
Play Store থেকে VOXOX এপসটি ডাউনলোড করে নিন যা একদম ফ্রি। এইবার এপসটি
অন করে আপনার মোবাইল নম্বর দিয়ে Registration করে নিন। এরপর আপনার নম্বরে
একটি Verify Code আসবে। Code টি দিয়ে Registration Complete করে ফেলুন।
এইবার এপসটি অন করে Dial অপশনে গিয়ে দেখবেন আপনার Credit হিসেবে 1$ দেয়া
আছে। এই 1$ দিয়ে আপনি পৃথিবীর যে কোন নম্বরে (Land Line সহ) কল করতে পারবেন
আনলিমিটেড। সব চাইতে বড় সুবিধা হলো আপনি যাকে কল করবেন তিনি আপনার মোবাইল
নম্বর কখনই জানতে পারবেন না। বরং যাকে কল করছেন তার মোবাইলে USA এর নম্বর
শো করবে।
- কিভাবে আপনার ক্রেডিটকে স্থায়ী করবেন
আপনার
ক্রেডিট শেষ হবার পর আপনাকে প্লে ষ্টোর থেকে নতুন করে ক্রেডিট কিনতে হবে।
কিন্তু আমরা বাঙালী সব কিছুই ফ্রি খুজি। তাই আপনাকে কিছু কেৌশল শিখিয়ে
দিচ্ছি। আপনার ক্রেডিট শেষ হবার পর আপনি VOXOX এর Properties এ গিয়ে Clear
Data করে দিন। এরপর নতুন আরো একটি নম্বর দিয়ে আবার পূর্বের নিয়মে
Registration করুন। আর এভাবেই আপনি ইচ্ছা মতো যে কোন নম্বর দিয়ে
Registration করতে পারবেন আর ইচ্ছা মত Credit যোগ করতে পারবেন আর পৃথিবীর
যে কোন নম্বরে ইচ্ছা মত কল আর ম্যাসেজিং করতে পারবেন। আর আপনি একসাথে
২০জনের সাথে কনফারেন্স এর মাধ্যমে কখা বলতে পারবেন।
- রুট ইউজারদের জন্য বিশেষ সুবিধা
যদি
আপনি রুট ইউজার হয়ে থাকেন তো আপনি ইচ্ছা করলে ইচ্ছা মতো ডলার কিনে আপনার
ক্রেডিট ব্যালেন্স বাড়াতে পারবেন। ভাবছেন কিভাবে? হ্যা ঠিক ই ধরেছেন,
Freedom দিয়ে। আপনার যারা মোবাইল রুট করেছেন তারা ইতিমধ্যেই যেনে গেছেন
Freedom সম্পর্কে। আমিও ইতিমধ্যেই প্রায় 20$ কিনেছি Freedom দিয়ে।
আমি
নিজে এটা জেলীবিন এ করেছি। জেলীবিন এর নিচের কোন ভার্সনে চলবে কি না এটা
আমার জানা নেই। আপনার মোবাইল যদি 3G হয় তো সা্উন্ড কোয়ালিটি সবচাইতে ভালো
পাবেন। 2G হলে সার্ভিস ভালো পাবেন না। আপনার মোবাইলের ডাটা খরচ একদম কম
হবে। আর কল করার আগে আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করে নিন। আর
দেরী না করে এখনি ডাউনলোড করে নিন আপর সবাইকে ফ্রি কল করে চমকে দিন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...