আপনারা আমার টিউন সম্পূর্ণ ফলো করলে বিনা বাধায় পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ দিতে পারবেন !!
পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ এর সুবিধা :
১। যেসকল কম্পিউটারে সিডি ড্রাইভ নেই সেই সকল কম্পিউটারে অনায়াসে পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ দেয়া যায় ! বিশেষ করে নোটবুকে সিডি ড্রাইভ থাকে না !২। সিডি দিয়ে উইন্ডোজ সেটআপ দিলে মাত্র কয়েকবার দেয়া যায় ! এর পর সিডি নষ্ট হয়ে যায় ! কিন্তু পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ পেনড্রাইভ ফরমেট করা আগ-পর্যন্ত দেয়া যায় !
৩। পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ সিডি দিয়ে উইন্ডোজ সেটআপ এর চেয়ে অনেক দ্রুত !
৪। এছাড়া এখন সিডির যুগ শেষ !
পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ সেটআপ এর জন্য আমাদের ৮ জিবি একটা পেনড্রাইভ এবং উইন্ডোজ এর ISO ফাইল লাগবে !
উইন্ডোজ এর ISO ফাইল : আপনি উইন্ডোজ এর যে ভার্সন চালাতে চান সে ভার্সনের ISO ফাইল ডাউনলোড করবেন !
Windows 8.1 Update 1
Windows 8.1
Windows 8
Windows 7
Windows XP
বুটেবল পেনড্রাইভ তৈরি করা :
** এর জন্য আমাদের রুফুস নামের একটা সফটওয়্যার লাগবে : Rufus-2.2
** 8GB পেনড্রাইভ পিসিতে লাগাতে হবে !
এরপর Rufus কে Open as Administrator দিয়ে ওপেন করতে হবে !
ওপেন করার পর উপরের মত দেখতে পাবেন ! তারপর নিচের মত লাল চিহ্ন দেয়া সিডি তে ক্লিক করতে হবে !
তারপর নিচের মত Windows এর ISO ফাইলটা সিলেক্ট করে Open ক্লিক করতে হবে !
তারপর নিচের মত Start ক্লিক করতে হবে ! এবং এর পর পারমিশন চাইবে OK দিতে হবে !
কিছুক্ষন পর নিচের মত দেখাবে ( ১০-১৫ মিনিট লাগতে পারে)
বুটেবল করার কাজ শেষ ! এখন পিসিতে লাগানো অবস্থায় পিসি রিস্টার্ট দিন এবং বুট মেনু থেকে পেনড্রাইভ সিলেক্ট করে উইন্ডোজ সেটআপ দিন !! যতদিন খুশি / যতবার খুশি !!
আমরা যারা আপনাদের জন্য এত কষ্ট করে লিখি তাদের টিউন পরে যদি উপকৃত হন তাহলে অবশ্যই আপনার টিউমেন্ট জানাবেন আর আমাদের উৎসাহিত করবেন
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন
প্রিয় পাঠক, আপনার একটি মন্তব্য একজন লেখক কে ভালো কিছু লেখার অনুপ্রেরণা ও উৎসাহ যোগায় তাই প্রতিটি পোস্ট পড়ার পর নিজের মতামত/মন্তব্য জানাতে ভুলবেন না।পোস্টটি পড়ার পর আপনার ভাল-লাগা,মন্দ-লাগা,জিজ্ঞাসা কিংবা পরামর্শ প্রদানের জন্য দয়া করে গঠনমূলক মন্তব্য প্রদান করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন।আপনার একটি মন্তব্যই আমার নিকট অনেক মূল্যবান।আসসালামু আলাইকুম...